Indigo Flight: আবহাওয়া খারাপ, নামতে পারছে না বিমান, এদিকে শেষের পথে জ্বালানি! দিল্লি-ইম্ফল বিমানের যা হল..
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Indigo Flight: বুধবার. ইম্ফল বিমানবন্দরে খারাপ আবহাওয়া থাকার কারণে বিমান নামতে না পেরে মাঝ আকাশে চক্কর খাচ্ছিল একটি বিমান। কিন্তু এক সময় বিমানের জ্বালানি প্রায় শেষের পথে চলে আসে।
#কলকাতা: ঘটে যেতে পারত বড় কোনও দুর্ঘটনা। মাঝ আকাশে রয়েছে বিমান, কুয়াশাচ্ছন্ন বিমানবন্দরের আবহাওয়া খারাপ। তাই মাটিতে অবতরণের সুযোগ নেই। তাই দীর্ঘক্ষণ চক্কর কাটতে হল বিমানটিকে। কিন্তু জ্বালানিও তো সীমিত। তা হলে! মাঝ আকাশেই জ্বালানি ফুরিয়ে গেলে তো ঘটে যাবে চরম বিপদ। এই পরিস্থিতি থেকেই কোনও মতে প্রাণে বাঁচলেন ইম্ফলগামী এক বিমানের ১৪১ জন যাত্রী। ঘটনা শুনলে চমকে যাবেন আপনিও।
আরও পড়ুন: নতুন পরিকল্পনা তৃণমূলের, গ্রামে-গ্রামে যাচ্ছেন নেতারা! লক্ষ্য কিন্তু স্পষ্ট
বুধবার. ইম্ফল বিমানবন্দরে খারাপ আবহাওয়া থাকার কারণে বিমান নামতে না পেরে মাঝ আকাশে চক্কর খাচ্ছিল একটি বিমান। কিন্তু এক সময় বিমানের জ্বালানি প্রায় শেষের পথে চলে আসে। তারপরেই তড়িঘড়ি পথ বদলে কলকাতা বিমানন্দরের পথে নিয়ে আসা হয় বিমানটিকে। নিরাপদে কলকাতা বিমানবন্দরে অবতন করে এই বিমান।
advertisement
advertisement
দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল একটি ইন্ডিগোর বিমান 6E2615। ইম্ফল বিমানবন্দরের খারাপ আবহাওয়া যার কারণে বিমান নামতে না পেরে চক্কর খাচ্ছিল। সেই সময় বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপরেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেন। এর পরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। সেই বিমানে মোট ১৪১ জন যাত্রী ছিলেন।
advertisement
Arpan Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2022 7:07 PM IST