Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে 'জাতিগত শংসাপত্র' নিয়ে মানতে হবে এই বিশেষ নিয়ম, বড় নির্দেশ নবান্নের
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Duare Sarkar: বুধবার নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব।
কলকাতা: উত্তরবঙ্গের একাধিক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছিলেন। আর এবার দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্র নিয়ে বিশেষ নির্দেশ নবান্নের। বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক ও বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।
বৈঠকে জাতিগত শংসাপত্র নিয়ে নিয়ম মানার নির্দেশ দেন জেলাগুলিকে। জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নিয়ে কেন্দ্রের নিয়ম মেনেই করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পে তার জন্য বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র ভুয়ো সার্টিফিকেট হচ্ছে বলেও নজরে আনেন।
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ জংশন স্টেশন বর্ধমান, সেখানেই জলের ট্যাঙ্ক ভেঙে রক্তের বন্যা! ফের মারাত্মক দুর্ঘটনা
তারপরেই এদিন বিভিন্ন জেলাগুলির সঙ্গে মুখ্য সচিবের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে দুয়ারে সরকার। এবছর মোট ৩৬টি পরিষেবা দেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পে। যার মধ্যে আরও একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে। হর্টিকালচার বিভাগ বা উদ্যান পালন দফতরের আরও একটি প্রকল্প এবারের দুয়ারে সরকারে ক্যাম্পে যোগ হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: স্টেশনে হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, বর্ধমানের ঘটনায় বড় পদক্ষেপ নবান্নের
এদিন বিভিন্ন জেলাগুলির সঙ্গে বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন জাতীয় প্রান্তিক অঞ্চল ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্প বিশেষ ভাবে নজরে দেওয়া হয়। প্রয়োজনে মোবাইল ক্যাম্প বাড়ানোর নির্দেশ দেন মুখ্য সচিব।
পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে যাতে কোনও রকম আবেদনপত্র জেরক্স করে বিলি না করা হয় তা নিয়েও জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এবারে দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি, এবারের সরকারের ক্যাম্পে স্বাস্থ্য বিষয়ক কয়েকটি ক্যাম্প করা হবে।
advertisement
নবান্ন সূত্রে খবর এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন যে সব আদিবাসীদের জাতিগত শংসাপত্র নেই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হবে। যাতে তারা কোনও ভাবেই বঞ্চিত না হন। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে পুলিশকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যসচিব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 3:05 PM IST