Bardhaman Rail Station Accident: স্টেশনে হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, বর্ধমানের ঘটনায় বড় পদক্ষেপ নবান্নের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Bardhaman Rail Station Accident: স্টেশনের দুর্ঘটনায় তৎপরতা শুরু নবান্নের। পূর্ব বর্ধমানের জেলাশাসককে সব সাহায্য করার নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা: বর্ধমান রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। আহত বেশ কয়েকজন যাত্রী। নবান্ন সূত্রে খবর, এক জনের মৃত্যু হয়েছে। অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা। স্টেশনের দুর্ঘটনায় তৎপরতা শুরু নবান্নের। পূর্ব বর্ধমানের জেলাশাসককে সব সাহায্য করার নির্দেশ মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর।
নবান্ন সূত্রে খবর, কয়েকজন যাত্রী আহত হয়েছেন তাঁদের জন্য হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করেছেন মুখ্য সচিব। রেলের সঙ্গে কথা বলে উদ্ধারকার্য করার নির্দেশ মুখ্য সচিবের পূর্ব বর্ধমানের জেলাশাসককে।
আরও পড়ুন: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল বিরাট জলের ট্যাঙ্ক! মৃত ১, আহত বেশ কয়েকজন
জিআরপি সমস্ত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। উদ্ধারকাজের জন্য ১,২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালকে সমস্ত ব্যবস্থা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থপেডিক বিভাগকে সজাগ থাকার কথাও বলেছেন মুখ্য সচিব।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাল করে চিনুন পাতাগুলি, বাড়ির আশপাশেই রয়েছে এই লতানো গাছ! খেতে শুরু করলে ওষুধের খরচ কমবেই
২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। ২০২০ সালের ৪ জানুয়ারি ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। তিনবছরের মাথায় ফের দুর্ঘটনা। এবার ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 1:34 PM IST