Drone Delivery: বাড়ির দরজাতেই ওষুধ পৌঁছে দিয়ে যাবে ড্রোন! এবার কি ডেলিভারির নয়া জমানা শুরু নিউটাউনে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
বুধবার শহরে হল এই ড্রোন ডেলিভারি সিস্টেমের পরিচিতি পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন। এই এয়ার ডেলিভারি সিস্টেম কী ভাবে কাজ করে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানো হয় তাঁর উপস্থিতিতে। সূত্রের খবর, গোটা বিষয়টা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। আগামী দিনে নিউটাউনে এই সিস্টেম শুরু করা যায় কি না তা ভেবে দেখা হচ্ছে বলে জানান দেবাশিস সেন।
কলকাতা: বিদেশে চালু রয়েছে বেশ কয়েক বছর ধরেই৷ সম্প্রতি গুরগাঁও, নয়ডা, হরিয়ানাতেও শুরু হয়েছে৷ এবার সেই সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গের নিউটাউনও৷ ড্রোনের মাধ্যমে ডেলিভারি৷
বিভিন্ন সময় ড্রোনের সাহায্যে নজরদারি চালাতে দেখা গিয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনকে। আবার ড্রোন ক্যামেরার ব্যবহার লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ইভেন্টে এরিয়াল শট নেওয়ার ক্ষেত্রেও। এই ড্রোন ব্যবহার করেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ওষুধ পৌঁছে যাচ্ছে দরজায় দরজায়। সম্প্রতি গুরগাঁও, নয়ডা, হরিয়ানায় বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থা ড্রোনের মাধ্যমে তাদের অর্ডার সরবরাহ করছে খুব কম সময়ে।
advertisement
এবার এই প্রযুক্তি আনতে চলেছে স্কাই ইউটিএম নামে এক সংস্থা। যারা বিভিন্ন ডেলিভারি সংস্থার হয়ে এই এয়ার ডেলিভারি সাপোর্ট দিচ্ছে। সব ঠিক থাকলে স্কাই ইউটিএমের সৌজন্যে নিউটাউনেও শুরু হয়ে যাবে ড্রোনের মাধ্যমে ডেলিভারি।
advertisement
আরও পড়ুন: এই দিন একদমই পরবেন না নতুন জামা! নেমে আসতে পারে চরম দারিদ্র, জামাকাপড় নিয়ে এই সমস্ত নিয়ম জানেন তো?
বুধবার শহরে হল এই ড্রোন ডেলিভারি সিস্টেমের পরিচিতি পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনকেডিএ চেয়ারম্যান দেবাশিস সেন। এই এয়ার ডেলিভারি সিস্টেম কী ভাবে কাজ করে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখানো হয় তাঁর উপস্থিতিতে। সূত্রের খবর, গোটা বিষয়টা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। আগামী দিনে নিউটাউনে এই সিস্টেম শুরু করা যায় কি না তা ভেবে দেখা হচ্ছে বলে জানান দেবাশিস সেন।
advertisement
তাঁর বক্তব্য, নিউটাউনে বহু আবাসনে অনেক বয়স্ক নাগরিক থাকেন৷ তাঁরা অনেক সময় হোম ডেলিভারি নিতে ভয় পান অপরিচিত ডেলিভারি বয়দের জন্য। তাই এই সিস্টেম যদি কখনও করা যায়, তাতে তাঁরা উপকৃত হবেন বলে জানান দেবাশিস। তিনি বলেন, ‘‘ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে নিউটাউনে ট্রাফিক সিস্টেমের উপর নজর রাখা হয়। বিশেষ দিনে ড্রোনের মাধ্যমে নজরদারি চলে। সেক্ষেত্রে, ডেলিভারি কাজে ড্রোন ব্যবহার হলে তা ভাল দিক।’’
advertisement
ইতিমধ্যে সংস্থার তরফে বারুইপুরের একটি অনলাইন মেডিসিন স্টোররুম থেকে ড্রোনের মাধ্যমে মেদিনীপুরে ওষুধ ডেলিভারি দেওয়া হয়েছে। তারা রাজ্যে এই ওষুধ ডেলিভারির কাজ করছে বারুইপুর এলাকায়। আগামী দিনে এনকেডিএ এর সাথে চুক্তি হলে এই সংস্থা শহরের বিভিন্ন অনলাইন ডেলিভারি সংস্থার মাধ্যমে এয়ার ডেলিভারি শুরু করতে পারবেন বলে জানিয়েছেন সংস্থার কর্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 27, 2023 5:49 PM IST