Clothes Mistake: এই দিন একদমই পরবেন না নতুন জামা! নেমে আসতে পারে চরম দারিদ্র, জামাকাপড় নিয়ে এই সমস্ত নিয়ম জানেন তো?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Clothes Mistake: ফ্যাশনের নামে আমরা অনেকেই ছেঁড়া জামাকাপড় পরি বা কিনি। বাস্তু বিশেষজ্ঞেরা বলছেন, এই ধরনের পোশাক পরলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তাছাড়া, কোনও জামা-কাপড় ছিঁড়ে গেলে সঙ্গে সঙ্গে তা বাতিল করা উচিত৷ ছেঁড়া কাপড় পরা অর্থাভাব ডেকে আনে।
কী পরব, কখন পরব, কোথায় পরব.. জামাকাপড় এবং ফ্যাশন নিয়ে আজকাল আমরা যথেষ্ট সচেতন৷ বিভিন্ন ধরনের পোশাক আমাদের দৃষ্টি আকর্ষণ করে৷ তার কিছু আমরা পরি, কিছু পরি না৷ বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, ফ্যাশনের যুগ হলেও পোশাক সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত আমাদের জীবনে অশুভ প্রভাব ডেকে আনতে পারে৷ তাছাড়া, কোন দিনে নতুন কাপড়-জামা পরা উচিত, কোন দিন নয়, সেই নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন পোশাক পরারও কিছু নিয়ম রয়েছে। কোনও অবস্থাতেই শনিবার নতুন পোশাক পরবেন না। নতুন জামাকাপড় শুধুমাত্র বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পরা যাবে। (Disclaimer: এই প্রতিবেদন প্রচলিত তথ্যের ভিত্তিতে লেখা৷ এর সত্যতা নিউজ১৮ নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)