পুজোয় দোতলা বাসে চেপে শহর ঘুরে দেখুন মাত্র ৫০ টাকায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে আগামিকাল থেকে মিলতে পারে পরিষেবা।
আবীর ঘোষাল, কলকাতা: মাত্র ৫০ টাকায় পুজোর সময় শহরের দ্রষ্টব্য স্থান দেখার সুযোগ মিলতে পারে দোতলা বাসে চেপে। রাজ্য পর্যটন দফতর এই সুযোগ তৈরি করে দিতে পারে। ২৬ আসনের এই দোতলা বাস শহরের রাস্তায় ঘুরতে পারে আগামিকাল, মঙ্গলবার থেকেই ৷ মূলত পর্যটন দফতরের উদ্যোগে এই দোতলা বাসের পরিষেবা ফের ফিরছে তিলোত্তমায়।
‘কলকাতা কানেক্ট’ নামে একটি পরিষেবার অঙ্গ হিসাবে এই বাস চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নীল সাদা রঙের এই দোতলা বাস। সেগুলিকেই নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সেই বাসগুলিতে বাংলার বিভিন্ন দ্রষ্টব্যস্থান যেমন জলদাপাড়া, দার্জিলিং, দিঘা, শান্তিনিকেতন, কলকাতার দুর্গাপুজোর ছবি দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। মূলত কলকাতায় পর্যটনকে আরও চাঙা করতে, দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে এই বিশেষ উদ্যোগ।
advertisement
advertisement
সূত্রের খবর, ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বাসের সূচনা করেছিলেন। ঠিক ছিল নিউ টাউনে এই ধরনের বাস চালানো হবে। কিন্তু পরে তা বিশেষ ফলপ্রসূ হয়নি। এবার পুজোর আগে ফের কলকাতার রাস্তায় দেখা যাবে এই ডাবল ডেকার বাস।
advertisement
তবে এই বাসের ছাদগুলি খোলা থাকবে। এই বাসে চেপেই ২২-২৫জন কলকাতা দেখার সুযোগ পাবেন। বাবুঘাট, ইকো পার্ক, মাদার ওয়াক্স মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট-সহ কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানে যাবে এই দোতলা বাস। ঠিক যেন বিদেশের কোনও শহর। এবার পুজোর আগেই সেই সুযোগ মিলতে পারে কলকাতা মহানগরীতে।আগামিকাল ২৭ সেপ্টেম্বর থেকে এই বিশেষ পরিষেবা শুরু হতে পারে জানা যাচ্ছে।
advertisement
বাসগুলি সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঘুরবে কলকাতার রাস্তায়। এই কয়েক ঘণ্টাতেই প্রাণ ভরে দেখে নিয়ে পারবেন পুজোর তিলোত্তমাকে। যাত্রা শুরু হবে রবীন্দ্রসদনের কাছে ক্যাথিড্রাল রোড থেকে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, সিআর অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে শেষ হবে যাত্রা। দুটি বাস যাতায়াত করবে দিনভর। এই গোটা যাত্রাপথেই কলকাতার সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি দেখতে পাবেন আপনি। মাঝে কোথাও নেমে যেতে চাইলে, তাও পারেন। ঝাঁ চকচকে দোতলা বাসে চড়ে শহর সফরের খরচও কিন্তু সাধ্যের মধ্যেই। মাত্র ৫০ টাকাতেই যাতায়াত করতে পারবেন। পুজোর সময় আপনার সফরকে একটু ভিন্ন মাত্রা দিতে এমন ব্যবস্থা করছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2022 8:58 AM IST