#কলকাতা: রাঙিয়ে দিয়ে যাও। আজ দোলযাত্রা। অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে আগুনঝরা উচ্ছ্বলতা। রাজ্যে আজ দোল ৷ রঙের উৎসবে মেতে বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব ৷
আজ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা সব বয়সী ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব। রং লেগেছে ! বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেন অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোলের আচার-অনুষ্ঠান এবং পুজো পদ্ধতি।
তবে শান্তিনিকেতনে এবার হচ্ছে না বসন্তোৎসব ৷ করোনা সতর্কতায় বাতিল বসন্তোৎসব ৷ দোলের দিন বন্ধ থাকছে বিশ্বভারতীর ক্যাম্পাস ৷
অন্যদিকে দোলে জমজমাট তারাপীঠ। তারা মা-কে আবীর দিয়ে প্রার্থনা ভক্তদের। নদিয়ার কল্যাণীতে সতী মায়ের দোল মেলা উপলক্ষে ভক্তদের ভিড়। প্রাচীন এই উৎসবকে ঘিরে মেলা ও ভক্ত সমাগমে কয়েকদিন জমজমাট থাকে কল্যাণী শহর।