Shalini Datta#কলকাতা: অবহেলায় অনাদরে রাস্তায় পড়ে থাকা একটি কুকুরকে ঘরে আশ্রয় দিয়েছিলেন পশুপ্রেমী সুকন্যা দে। ইন্টারনেটের সুবাদে হঠাৎই ডগ থেরাপি সম্পর্কে অবগত হন তিনি। জানতে পারেন কুকুররা কেবল মাত্র খেলার সঙ্গীই নয়, মানসিক অবসাদ কাটাতে, রক্তচাপ কমাতেও এদের অবদান অনস্বীকার্য। বিদেশে এরকম এক চিকিৎসা প্রণালীর কথা জানতে পেরে তিনি নিজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হোমে যোগাযোগ করেন। একমাত্র পোষ্য ম্যাগিকে সঙ্গে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। ডক্টর ডগ ম্যাগির সংস্পর্শে একাধিক autistic এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুরা স্বাভাবিক পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পেরেছে। নিজের নাম বলতে পারা, অন্যের সঙ্গে ভাবের আদানপ্রদানের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে এদের মধ্যে। চারপেয়ে ম্যাগির সঙ্গে খেলাচ্ছলে সময় কাটিয়ে সুস্থ হয়ে ওঠার দিকে অনেকটাই এগিয়েছে এরা। আর এরকম ৫০০ শিশুকে নতুন জীবন দিয়ে থেরাপি ডগ ম্যাগির চাহিদা এখন আকাশ ছোঁয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Autistic, Cerebral Palsy, Dog Therapy