গলায় ত্রিশূলবিদ্ধ যুবকের অস্ত্রোপচারে লাগেনি এক ইউনিট রক্তও, হতবাক চিকিৎসকরা

Last Updated:

NRS Medical College and Hospital: মজুদ করা হয় ৩ ইউনিট রক্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার, ৪৫ মিনিটের অস্ত্রোপচারে লাগেনি এক ইউনিট রক্তও

চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্যে দ্রুত তৈরি হয়ে নেন
চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্যে দ্রুত তৈরি হয়ে নেন
কলকাতা : কথায় আছে 'রাখে হরি মারে কে?' প্রচলিত এই কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল নদিয়া জেলার কল্যাণীর আনন্দ পল্লির বাসিন্দা ভাস্কর রাম ওরফে ভোলা রামের সঙ্গে। কারণ যখন রবিবার প্রায় ভোর রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিতে আনা হয়, তখন তাঁর গলায় বিঁধে ছিল আস্ত একটি ত্রিশূল! শুধু বিঁধেই ছিল না, এফোঁড় - ওফোঁড় করে একপ্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গিয়েছিল। এই দেখে চিকিৎসকরা অস্ত্রোপচারের জন্যে দ্রুত তৈরি হয়ে নেন। মজুদ করা হয় ৩ ইউনিট রক্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার, ৪৫ মিনিটের অস্ত্রোপচারে লাগেনি এক ইউনিট রক্তও!
ইএনটি বিভাগের জুনিয়র চিকিৎসকরা গভীর রাতে বিভাগের ইনচার্জ চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়কে ভিডিও কল করে রোগীর অবস্থা দেখানো মাত্রই তিনি চলে আসেন হাসপাতালে। দেখা যায়, ত্রিশূলটি খাদ্যনালীর উপরের অংশ দিক দিয়ে ঢুকে ও প্রান্ত দিয়ে বেরিয়ে গিয়েছে। অদ্ভুত ভাবে স্বরযন্ত্র, ক্যারোটিড ধমনী, শ্বাসনালী, মেরুদণ্ডের অগ্রভাগ, খাদ্যনালী স্পর্শ করেনি ওই ত্রিশূল!
আরও পড়ুন :  শিক্ষকের অভাব! মালদহে সরকারি স্কুলে ক্লাস নিচ্ছেন মিড মে মিলের রাঁধুনি
আহত ব্যক্তিকে কল্যাণীর জেএনএম হাসপাতাল থেকে ওই অবস্থায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলেও জ্ঞান হারাননি বছর ৩৩ এর ওই যুবক। কথাবার্তাও ছিল স্বাভাবিক। প্রণবাশিস বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ডাঃ সুতীর্থ সাহা, ডাঃ অর্পিতা মহান্তি, ডাঃ মধুরিমা রায় ও তাঁদের সমগ্র টিম অপারেশন করে সতর্কতার সঙ্গেই ত্রিশূলটি বের করে আনে।
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রেমিককে বিয়ে করে জার্মানি থেকে ভারতে, গ্রামের পেঁয়াজ ক্ষেতে চাষ করছেন বিদেশিনী বধূ
চিকিৎসকরা জানান চমকে দেওয়া ঘটনা হল, অপারেশনের সময় তিন ইউনিট রক্ত মজুদ রাখা হলেও এক ইউনিটও রক্ত লাগেনি। প্রণবাশিস বন্দোপাধ্যায় বলেন, তন্ত্রসাধনা বা ব্ল্যাক ম্যাজিক এই দুর্ঘটনার পিছনে থাকতে পারে হয়তো! কারণ ওই যুবকের মুখের চারদিকে অদ্ভুতভাবে রক্ত লেগে ছিল। ইএনটি-র প্রধান ডাঃ সুমন্ত্র দত্ত বলেন, ‘‘এমন আশ্চর্য ঘটনা এত বছরের চিকিৎসা জীবনে দেখিনি।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গলায় ত্রিশূলবিদ্ধ যুবকের অস্ত্রোপচারে লাগেনি এক ইউনিট রক্তও, হতবাক চিকিৎসকরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement