প্রেমিককে বিয়ে করে জার্মানি থেকে ভারতে, গ্রামের পেঁয়াজ ক্ষেতে চাষ করছেন বিদেশিনী বধূ

Last Updated:

German Girl : বিদেশিনীর দেশি রূপ দেখতে ইনস্টাগ্রামে উপচে পড়ে ভিড়

মিলেমিশে গিয়েছেন এ দেশের সংস্কৃতি ও রীতি নীতির সঙ্গে
মিলেমিশে গিয়েছেন এ দেশের সংস্কৃতি ও রীতি নীতির সঙ্গে
প্রেমের টানে দেশকালের বেড়াজাল ভেঙে ফেলার নজির নতুন নয়। সেই তালিকায় নতুন সংযোজন জার্মান তরুণী, জুলি। ভারতীয় যুবক অর্জুন শর্মাকে বিয়ে করে তিনি গত ২ বছর ধরে ভারতেই আছেন। শুধু বসবাসই নয়। রীতিমতো মিলেমিশে গিয়েছেন এ দেশের সংস্কৃতি ও রীতি নীতির সঙ্গে। বিদেশিনীর দেশি রূপ দেখতে ইনস্টাগ্রামে উপচে পড়ে ভিড়। জুলির ইনস্টা অনুরাগীর সংখ্যা এখন ২ লক্ষ ২৩ হাজারেরও বেশি।
‘নমস্তে জুলি’ নামে ওই পেজে তিনি পোস্ট করেছেন খেতিবাড়ির করার ভিডিও। সেখানে দেখা যাচ্ছে গ্রামের ক্ষেতে বসে দক্ষ হাতে জমিতে নিরেন দিচ্ছেন তিনি৷ এর পর ওই চষা জমিতে পোঁতা হবে পেঁয়াজ গাছ৷ তিনি জমি তৈরি করছেন পেঁয়াজ চাষের জন্য৷ তাঁর ভিডিও রেকর্ড করেছেন স্বামী অর্জুন৷ সেখানে জুলি বলেছেন জমিতে চাষ করা আসলে খুব মজাদার অভিজ্ঞতা৷
advertisement
advertisement
advertisement
জার্মানির মেয়ে, ভারতের বধূ জুলির কথায় ‘‘আমার শ্বাশুড়ি মা আমাকে এভাবে দেখে সবথেকে খুশি৷ তবে সত্যি বলতে কী, পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন আমি খুব উপভোগ করি৷ গত ১ মাস শ্বশুরবাড়ির গ্রামে এসে থাকছি৷ পরিবারের সঙ্গে এবং প্রকৃতির কাছাকাছি থাকতে পারে আমি খুব খুশি৷’’ এ কথা লিখেছেন তিনি ক্যাপশনে৷
advertisement
জুলির এই ভিডিও লাইক পেয়েছে ১০ লক্ষের বেশি৷ জুলির মিষ্টি কণ্ঠে ভাঙা ভাঙা হিন্দি বুলিও খুব ভাল লেগেছে নেটিজেনদের৷ বিদেশিনীকে ভারতীয় সংস্কৃতি আপন করে নিতে দেখে অভিভূত নেটিজেনরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিককে বিয়ে করে জার্মানি থেকে ভারতে, গ্রামের পেঁয়াজ ক্ষেতে চাষ করছেন বিদেশিনী বধূ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement