Diwali 2023: লক্ষ লক্ষ মাটির প্রদীপ, রঙিন আলোয় সাজবে গঙ্গার পাড়! দীপাবলিতে কীভাবে সাজবে কলকাতা? প্রস্তুতি তুঙ্গে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
গঙ্গা নদীর নিকটস্থ সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।
কলকাতা: শহর কলকাতাতেও এখন বারাণসীর মত পালিত হয় গঙ্গা আরতি৷ মূলত সরকারি তত্ত্বাবধানে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পালিত হয় এই গঙ্গা আরতি। এবার গঙ্গা আরতির পাশাপশি দেব দীপাবলি আয়োজনের তোড়জোড় শুরু হল শহর কলকাতায়।
দেব দীপাবলি কার্তিক মাসের পূর্ণিমায় পালিত একটি উৎসব৷ উত্তর প্রদেশের বারাণসীতে এটি উদ্যাপিত হয়৷ দীপাবলির পনেরো দিন পরে দেব দীপাবলি উৎসবের পালন করা হয়৷
আরও পড়ুন: শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! প্রার্থীদের পছন্দ করা স্কুল জানতে পারবেন বাকিরাও, নয়া সিদ্ধান্ত SSC-র
advertisement
গঙ্গা নদীর নিকটস্থ সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। কলকাতার বাজা কদমতলা ঘাটে যেখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই দেব দীপাবলি।
advertisement
কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৬ এবং ২৭ নভেম্বর সন্ধ্যায় বাজা কদমতলা ঘাট ও তার সংলগ্ন অংশে পালিত হবে দেব দীপাবলি উৎসব। সেই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রিন্সেপ ঘাট থেকে বিবাদী বাগ পর্যন্ত গঙ্গাপাড়কে পুরোপুরি রঙিন আলোয় মুড়ে ফেলা হবে।
কীভাবে কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গাপাড় সাজানো হবে, তা ঠিক করতে মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং এবং পুরসভার আধিকারিকেরা গঙ্গার ধারে গিয়ে পাড়ের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। আলোকমালার পাশাপশি প্রদীপের আলোতেও সেজে উঠবে বাবুঘাট এবং সংলগ্ন ঘাট চত্বর।
advertisement
সূত্রের খবর দেব দীপাবলীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আট-দশ হাজার প্রদীপ দিয়ে বাজা কদমতলা ঘাট সাজানো হবে। এ বার থেকে প্রতি বছরই পালিত হবে দেব দীপাবলি উৎসব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 6:25 PM IST