Dinabandhu Andrews College: গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি কাণ্ড অ্যান্ড্রুজে, রাজনীতি করতে গিয়ে ‘বন্ধ’ হয়ে গেল ছাত্রদের পঠনপাঠনই

Last Updated:

এদিন কলেজের তরফে যে নোটিস দিয়ে জানানো হয়েছে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। আর তা ঘিরেই উঠছে প্রশ্ন। কলেজের পরিবেশ শান্ত রাখার জন্যই এই নির্দেশিকা বলেই দাবি কলেজের অধ্যাপকদের একাংশের।

কলকাতা: একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যু নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখনই ছাত্র সংঘর্ষে উত্তাল হয়েছিল কলকাতারই আরেক শিক্ষাপ্রতিষ্ঠান৷ দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একাধিক জন আহত হয়েছিল৷ এবার কলেজে মারপিটের জেরে কলেজর পঠনপাঠনই বন্ধ করে দেওয়া হল বলে সূত্রের খবর৷
যদিও কলেজ কর্তৃপক্ষের তরফে অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্যই ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু, গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে। পরীক্ষা চলার পাশাপাশি ক্লাসও চলছিল। কিন্তু, গত মঙ্গলবারের সংঘর্ষের পরেই ক্লাস বন্ধ করার নোটিস পড়ল হঠাৎ৷
আরও পড়ুন: লাল গোলাপ হাতে ব্লাইড ডেটের জন্য অপেক্ষা…তারপরে সর্বস্ব লুট, ডেটিং অ্যাপে লুকিয়ে ‘ফাঁদ’?
এদিন কলেজের তরফে যে নোটিস দিয়ে জানানো হয়েছে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ থাকবে। আর তা ঘিরেই উঠছে প্রশ্ন। কলেজের পরিবেশ শান্ত রাখার জন্যই এই নির্দেশিকা বলেই দাবি কলেজের অধ্যাপকদের একাংশের।
advertisement
advertisement
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মঙ্গলবার তুমুল গন্ডগোল বাঁধে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর বিবাদ চলছিল। মূলত, ইউনিয়নের ক্ষমতা দখলদারি নিয়ে অশান্তি চলছিল। দু’দিন আগেও ব্যাপক মারপিটে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেই সময় আক্রান্ত হন এক নেতার ছেলে। মঙ্গলবার ফের দু’পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়া মোড়। মারপিটের ঘটনায় দু’পক্ষেরই ছাত্ররা গুরুতর জখম হন। কারোর চোখে আঘাত লাগে, তো কারোর কাঁধে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dinabandhu Andrews College: গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি কাণ্ড অ্যান্ড্রুজে, রাজনীতি করতে গিয়ে ‘বন্ধ’ হয়ে গেল ছাত্রদের পঠনপাঠনই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement