Bengal BJP State President Election: দিলীপ, সুকান্তর পরে এবার কে? স্পষ্ট হয়ে যেতে পারে উত্তরাধিকারীর নাম, বঙ্গ বিজেপির আজ বড় দিন
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় ২৯৪ জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে এক জন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। সব প্রক্রিয়া ঠিকঠাক ভাবে সম্পন্ন হলে আগামিকাল, বৃহস্পতিবার বেলা ১:৩০ টাতেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে?
কলকাতা: আগামিকাল, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির জন্য গুরুত্বপূর্ণ দিন৷ এদিনই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন৷ আর তার আগেরদিন, অর্থাৎ, আজ বুধবার হবে মনোনয়ন পর্ব৷ এক্ষেত্রে একের বেশি মনোনয়ন জমা না পড়লে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে বিজেপির রাজ্য সভাপতির নাম৷
বিজেপি সল্টলেক দফতরে আজ, বুধবার বেলা ২ টো থেকে ৪ টে পর্যন্ত নমিনেশন পত্র জমা দেওয়ার সময় নির্ধারিত হয়েছে বঙ্গ বিজেপির তরফে। স্কুটিনি পর্ব চলবে বিকেল ৪ তে থেকে ৫ টা পর্যন্ত। নমিনেশন পত্র তুলে নেওয়ার সময় রাখা হয়েছে সন্ধে ৫ টা থেকে ৬ তার মধ্যে। রাজ্য সভাপতি পদের দৌড়ে কোন কোন প্রতিনিধি রয়েছে তার তালিকা প্রকাশ হবে আজ সন্ধে ৬ টায়। ভোটদান প্রক্রিয়া আগামিকাল বেলা ১২ টায়।
advertisement
বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি। ওই তালিকায় ২৯৪ জনের নাম রয়েছে। প্রতিটি বিধানসভা এলাকা থেকে এক জন করে প্রতিনিধি এই নির্বাচনে অংশগ্রহণ করেন। সব প্রক্রিয়া ঠিকঠাক ভাবে সম্পন্ন হলে আগামিকাল, বৃহস্পতিবার বেলা ১:৩০ টাতেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে?
advertisement
advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনের ঠিক পরে সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি হন। দিলীপ ঘোষকে রাতারাতি সরিয়ে সুকান্তের নাম সরাসরি ঘোষণা করা হয় দিল্লির তরফে। পরে প্রদেশ পরিষদের বৈঠক ডেকে সুকান্তের নামে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর নেওয়া হয়। সেই থেকে সুকান্তই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
advertisement
তবে তিনি এখন কেন্দ্রীয় মন্ত্রী। দু’টি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ অবস্থায় বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সুকান্ত কি দলের রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন? তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, যার উত্তর মিলতে পারে আজই। এছাড়াও, জল্পনায় এসেছে আরও একটি নাম৷ শমীক ভট্টাচার্য৷
advertisement
রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক সোমবার সকালেই কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন। শমীকের ঘনিষ্ঠ বৃত্ত দাবি করেছিল, একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছেন। নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বাসভবনে শমীক ভট্টাচার্যের এই ভাবে আমন্ত্রণ পাওয়াতেই নাকি বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করেছে রাজ্য বিজেপির একাংশ।
advertisement
রাহুল সিনহা , দিলীপ ঘোষ , সুকান্ত মজুমদার কিংবা তার পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছে রাজ্য সভাপতি নমিনেশন পর্বে ভোটাভুটি নয় বরং যিনি রাজ্য সভাপতি হন তিনি একাই অংশগ্রহণ করেন নমিনেশন প্রক্রিয়ায়। এবার সেই প্রথার অন্যথা হয় নাকি সেটা দেখার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jul 02, 2025 10:43 AM IST








