‘ফিরহাদ হাকিম হলেন ডেঙ্গি মিনিস্টার, ডেঙ্গি চেয়ারম্যান...’ কটাক্ষ দিলীপের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
'রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। মৃত্যুমিছিল চলছে'। সরকারকে একযোগে আক্রমণে দিলীপ-শুভেন্দু।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। ডেঙ্গি নিয়ে উদাসীন প্রশাসন। ফিরহাদ হাকিম হলেন ডেঙ্গি মিনিস্টার। ডেঙ্গি চেয়ারম্যান। যেদিন থেকে উনি কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছেন, সেদিন থেকে ডেঙ্গি বেড়েই চলেছে। উনি খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন।’’ এভাবেই সোশ্যাল মিডিয়ায় ডেঙ্গি নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
অন্যদিকে রাজ্যে ডেঙ্গি নিয়ে মৃত্যু মিছিল চলছে। ডেঙ্গি নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য সরকার, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বছরের নির্দিষ্ট সময় মশাবাহিত এই রোগ হলেও সরকার কিংবা পুরসভা কোনও রকম আগাম প্রস্তুতি নেয়নি ডেঙ্গি মোকাবিলায়। করোনার থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গি পরিস্থিতি। দাবি শুভেন্দুর। তিনি বলেন, ‘‘কলকাতা-সহ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবুও হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। ডেঙ্গি মোকাবিলায় যদি প্রশাসন আগামী দু’দিনের মধ্যে তৎপর না হয় তাহলে আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সোমবার চিঠি লিখব রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।’’
advertisement
advertisement
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই। গত এক সপ্তাহে রাজ্যে মোট আক্রান্ত ৫৩৯৬ জন। রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার ১২.৭% ,গত এক সপ্তাহে রাজ্যে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায় ১১৬৬ জন ৷ এরপরে মুর্শিদাবাদ জেলায় ৮৬৪ জন আক্রান্ত। তৃতীয় স্থানে কলকাতা ৬৮১ জন ডেঙ্গিতে আক্রান্ত। মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার বাড়ছে।
advertisement

রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি ডেঙ্গি সংক্রমণের হার ২৪.৮% ৷ এরপরেই জলপাইগুড়ির স্থান ২৪.৫% ৷ সংক্রমণের হারে তৃতীয় স্থানে হুগলি জেলা ২০.৮ শতাংশ। কলকাতা পুরসভার মধ্যে ১৩ নম্বর বোরোয় সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত, ১১২৮ জন ৷ এরপর ১০ নম্বর বরোয় ৮৫৬ জন আক্রান্ত বলে বিশেষ সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 8:56 AM IST