Dilip Ghosh on Congress| অধীর চৌধুরীকে বিঁধতে প্রকাশ্যে মমতার‌ সুরে সুর মেলালেন দিলীপ ঘোষ!

Last Updated:

Dilip Ghosh on Congress| দিলীপের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করার ধৃষ্টতা দেখিয়ে কোনও লাভ নেই কংগ্রেসের।

ইকোপার্কে দিলীপ ঘোষ।
ইকোপার্কে দিলীপ ঘোষ।
#কলকাতা: দায়িত্ববদল হয়েছে, তবে খোশমেজাজেই আছেন। রোজের রুটিন মেনেই  মর্নিং ওয়াকেও এলেন। তবে আজকের দিনটা যেন ব্যতিক্রম। বিদ্যাসাগরের জন্মতিথির সকালে কংগ্রেসকে বিঁধতে মমতার সুরেই সুর মেলালেন দিলীপ ঘোষ। দিলীপের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহাস করার ধৃষ্টতা দেখিয়ে কোনও লাভ নেই কংগ্রেসের (Dilip Ghosh on Congress)। অন্তত শূন্যে এসে ঠেকা কংগ্রেসকে এই ভূমিকায় মানায় না। কারণ তাদের কোনও জনভিত্তিই  নেই।
আজ ইকোপার্কে এক সাংবাদিক দিলীপ ঘোষকে খেই ধরিয়ে দিয়ে বলেন, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেছেন। দিলীপ ঘোষ প্রত্যুতরে বলেন,  "এসব কথা বলে কোনও লাভ নেই। কে জোকার! ওদের একটা এমএলএ নেই। এত বড় পার্টি!"
খানিকটা অভিযোগের সুরেই দিলীপ ঘোষ বলতে থাকেন, "আপনারা (কংগ্রেস) ভোটের আগে বিজেপিকে ঠেকাতে তৃণমূলকে মত দিয়েছেন। আপনাদের কোন জনপ্রতিনিধি নেই, মানুষ কেন মানবে।"
advertisement
advertisement
উল্লেখ্য দিলীপ ঘোষ দিন কয়েক আগে অধীর চৌধুরীকে প্রকাশ্যে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। অধীর অবশ্য ফুৎকারে সেই আহ্বান উড়িয়ে দেন। তবে এদিন উলাটপুরাণ। যে সময়ে মমতা  বন্দ্যোপাধ্যায় নিজেই কংগ্রেসকে কোনঠাসা করছেন সদলবলে, তখন সেই সুরে সুর মেলালেন দিলীপ ঘোষও।
advertisement
পর্যবেক্ষকরা ভালোই জানেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যেটুকু বৈরিতা তার মূলে রয়েছে তৃণমূলের সঙ্গে অধীর চৌধুরীর তিক্ততা। এমনকী মাঝখানে এমনও শোনা গিয়েছিল, অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা পদ থেকে সরানো হতে পারে। অবশ্য ভরাডুবিতেও নিজের স্বভাবে অটল অধীর ঝাঁঝ কমাননি এতটুকুও। বরং হালফিলের পরিবর্তন যদি বলতে হয় তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের বিরুদ্ধে যাওয়ার প্রবণতার কথা। পর্যবেক্ষকরা বলছিলেন, এতে বিজেপির সুবিধে, জোটের সম্ভাবনা ভন্ডুল হতে পারে এতে। এবার সেই একই সুরে সুর মেলাতে দেখা গেল দিলীপ ঘোষকেও। অর্থাৎ ঘা খাওয়া কংগ্রেসকে ডুবন্ত জাহাজ মনে করছে বিজেপি-তৃণমূল উভয়েই। প্রসঙ্গত সম্প্রতি জাগো বাংলার সম্পাদকীয়তে বলা হয়েছে তৃণমূলই কংগ্রেসের উত্তরাধিকারের বাহক।
advertisement
আজ ইকোপার্কে ভবানীপুরে ভোটার লিস্টে প্রশান্ত কিশোরের নাম থাকা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তবে মুখে সেই চেনা বাঁকা কথা ছিল না। তিনি বলেন, "আমরা জানি উনি  তৃণমূলের নেতা ছিলেন। এখানে নেতা হতে গেলে এখানে ভোটার হতে হবে। আমার মনে হয় সেই সময়ে হয়েছিলেন। জানা ছিল না। তবে  এবারে জানা গেলো।"
advertisement
অবশ্য শেষে দিলীপ ঘোষ বললেন, "এখন উনি কোথায়, সেটা একটা প্রশ্নের ব্যাপার। বুঝিয়ে দিলেন, স্বমেজাজেই আছেন।"
রিপোর্টার-অনুপ চক্রবর্তী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh on Congress| অধীর চৌধুরীকে বিঁধতে প্রকাশ্যে মমতার‌ সুরে সুর মেলালেন দিলীপ ঘোষ!
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement