Dilip Ghosh: ২০২৪-এ একসঙ্গে লোকসভা-বিধানসভা ভোট? দিলীপ ঘোষের মন্তব্যে আরও বাড়ল ধোঁয়াশা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও যা বললেন, তাতে ধোঁয়াশা আরও বাড়ল।
#কলকাতা: শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলায় আইনশৃঙ্খলার অবনতির প্রসঙ্গ টেনে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব ছিল বঙ্গ বিজেপি। এরই মধ্যে আবারও এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার তিনি বলেছেন, ‘২০২৪ এ লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে হবে। কী ভাবে হবে জানার দরকার নেই।’ আর শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও যা বললেন, তাতে ধোঁয়াশা আরও বাড়ল।
কী বললেন দিলীপ ঘোষ? এদিন ওই বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''২০২৪ সালে লোকসভা ভোট তো হবেই, আর রাজ্যের যা অবস্থা, তাতে বিধানসভা ভোটও হলে হতে পারে।'' তাঁর এই মন্তব্যকে স্বভাবতই বিশেষ ইঙ্গিতিবাহী বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। বঙ্গ বিজেপির দাবি মতো ধোপে টেকেনি বিজেপির রাষ্ট্রপতি শাসনের দাবি। বরং ক্রমাগত সামনে আসছে বিজেপির অন্দরের কোন্দল।
advertisement
advertisement
এহেন অবস্থায় বিরোধী দলনেতা ও তার পর দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সম্ভবত বিধানসভা ভেঙে দেওয়ার দিকেই নির্দেশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই সময়ের বহু আগেই বিধানসভা নির্বাচনের কথা বলেছেন তিনি। আর তাঁর কথাকেই কার্যত সমর্থন করলেন দিলীপ ঘোষ।
advertisement
এদিকে, বিজেপির সঙ্গে সুর মিলিয়েই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন যে হবে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বঙ্গ সফরে এসে কলকাতায় দলীয় বৈঠকে ৩৬৫ ধারা জারির প্রস্তাব সরাসরি নাকচ করেন তিনি। অমিত শাহ বলেন, ‘বিপুল ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ৩৫৬ ধারা জারি করে একটা নির্বাচিত সরকারকে ফেলা যায় না। রাজনৈতিক ভাবে বাংলার শাসকদলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’ তাই খোদ স্বরাষ্ট্র মন্ত্রীর এহেন বক্তব্যের পর বিরোধী দলনেতার বিস্ফোরক দাবিকে ঘিরে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2022 2:54 PM IST

