#কলকাতা: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় পৌঁছনোর পথে খড়গপুরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রবল ঝামেলা হয় পুলিশকর্মীদের ৷ প্রধানমন্ত্রীর সভায় পৌঁছতে না পেরে পুলিশকর্মীদের বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা । বাদ যাননি সিভিক ভলান্টিয়ারাও ৷ বিজেপি কর্মী সমর্থকদের এহেন আচরণের জন্য ক্ষমা প্রার্থনার বদলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গলায় উল্টে শোনা গেল সমর্থনের সুর ৷ পুলিশের দিকে আঙুল তুলে উল্টে কর্মী সমর্থকদের হয়েও সওয়াল করলেন দিলীপ ঘোষ ৷
সাংবাদিকরা এদিন রাজ্য বিজেপি নেতাকে গতকালের পুলিশ পেটানোর ঘটনা নিয়ে প্রশ্ন করলে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘যা হয়েছে ঠিক হয়েছে ৷ আমাদের ৪০০ বাস আটকে রাখে পুলিশ ৷ তার জন্যই কর্মীরা প্রধানমন্ত্রীর সভায় যেতে পারেনি ৷ পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করেছে ৷ বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে পুলিশ ৷ উল্টে পুলিশই কর্মীদের প্রলোভন দিয়েছে ৷ আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ৷ পুলিশ নিজেকে না শোধরালে এমনটাই হবে ৷ এধরনের ঘটনায় আমার কোনও দায় নেই ৷ পুলিশের মনোভাব বদলাতে হবে ৷’
এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ঘটনায় পুলিশকে তৃণমূলের ক্যাডার বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ পুলিশ পেটানোর হুমকি এর আগেও শোনা গিয়েছে বিজেপি সভাপতির মুখে ৷
সোমবার খড়গপুরে সভায় যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের হাতে প্রবল নিগৃহীত হন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ বাদ যায়নি সিভিক ভলান্টিয়াররাও। ঘটনা ঘিরে সোমবার সকালে হুলুস্থূল পড়ে যায় খড়গপুর চৌরঙ্গী মোড়ে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের নিরাপত্তার স্বার্থে এদিন বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণ ও ব্যারিকেড করে পুলিশ। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, এর ফলেই সভাস্থলে পৌঁছতে পারেননি তাঁরা। এরপরই পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপর চড়াও হন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা। চলতে থাকে কিল, চড়, ঘুসি, লাথি। এমনকি, চুলের মুঠি ধরে পুলিশকর্মীদের লাঠিপেটাও করা হয়। উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, BJP Leader, Dilip Ghosh, Kharagpur Police Lynching Case