Dilip Ghosh On CBI: সিবিআই এর ওপর ভরসা রাখছেন দিলীপ ঘোষ, তবুও ভোট পরবর্তী হিংসার সিবিআই তদন্তে তিনি ব্যথিত
- Published by:Debalina Datta
Last Updated:
রাজ্যে রাজনৈতিক ভাবে কোন ঠাসা দিলীপ ঘোষ।তার কর্য্যকালে এ রাজ্যে বিজেপির উত্থান হয়েছে।যা শূন্য থেকে হলেও আশা জাগিয়েছিল রাজ্যবাসীর।ওনার পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সম্পূর্ন ব্যর্থ বলে মনে করছেন,রাজনৈতিক মহল।
#কলকাতা: দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বরাবরই বাংলায় ঝড় উঠেছে।এখনও সেই রীতি বহাল রয়েছে।তবে তাকে নিয়ে জল্পনার শেষ নেই।অন্যদিকে বিজেপির দলের অন্তর্কলহ একেবারে সামনে এসেছে । তবুও জননেতা দিলীপ ঘোষ শুক্রবার সকালে স্বমহিমায় কথা বললেন, সংবাদ মাধ্যমের সামনে। দুর্গা পুজোয় পুজো কমিটি গুলিকে সরকারের ৬০ হাজার টাকা অনুদানের বিষয়ে তিনি বলেন, '‘তৃণমূল যখন জন্মায়নি, তখন কি পুজো হত না? তৃণমূল যখন টাকা দেয়নি, তখন কি পুজোর টাকা উঠত না? আমি বলব, যাদের স্বভিমান আছে, তারা কেউ এই অনুদান নেবেন না। পাপের টাকা।’’
প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য পলাতক। তাঁঁর বিরুদ্ধে 'লুক আউট ' নোটিশ জারি করেছে সিবিআই।সেই বিষয়ে দিলীপ বলেন, '‘আরও অনেকে মিসিং হবেন। আরও অনেকে গায়েব হয়ে যাবেন। সিবিআই যত হাত বাড়াবে, তত পাড়ায় পাড়ায় গায়েব বাড়বে।'’ এদিন সকালে সিবিআই নিয়ে অনেকটা নরম দিলীপ। তিনি তাঁর পূর্বের মন্তব্যেই স্থির ছিলেন।তিনি বলেন, ‘' বিশ্বাস করা ছাড়া আর উপায় কি? আমাদের পোস্ট পোল ভায়োলেন্স এরপর, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। যে দুর্নীতি নিয়ে চিন্তিত ছিলাম, তার তদন্ত হচ্ছে, এটাই বড় কথা।'’
advertisement
advertisement
এ রাজ্যে ২০১৫ সালের আগে বিজেপির প্রসার বঙ্গে কোনও ভাবেই ছিল না। দিলীপ ঘোষ ২০১৫ সালে এ রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই,অগ্নিকন্যার সঙ্গে রাজনৈতিক টক্কর দিতে শুরু করেন। যাঁর হাত ধরে এ রাজ্যে লোকসভায় ১৮টি সাংসদ ,৩টি বিধায়ক থেকে ৭৭টি বিধায়ক পেয়েছিল বিজেপি।
advertisement
সেই দিলীপকে আহত করছে বঙ্গ বিজেপি।তবুও তিনি যে বাঘ।সেটা বারে বারে প্রমাণ করেন তিনি। যতই হোক তার সাজানো বাগান শেষ হচ্ছে,সুকান্ত মজুমদারের কার্যকালে দল ছেড়েছে প্রচুর কর্মী থেকে নেতা,বিধায়ক।রেগে ফুঁসছে ,নিচুতলার বিজেপি কর্মীরা। এখনো বিজেপির সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ লড়াই চালিয়ে যাচ্ছেন।এখনো তাঁর প্রতিটি রাজনৈতিক দিনের শুরু হয় ,প্রাতঃভ্রমণ থেকেই।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 10:40 PM IST