Dilip Ghosh: মেদিনীপুরে দাঁড়াবেন না দিলীপ ঘোষ? বদল হবে আসন? দিল্লিতে ডাক নেতাদের
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dilip Ghosh: বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে।
কলকাতা: পশ্চিমবঙ্গের ২৩ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামিকাল, সোমবার দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কাল গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বৈঠকে থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের।
তবে, বিজেপি সূত্রে খবর, এই বৈঠকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে। দিলীপ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি মেদিনীপুর আসন থেকেই প্রার্থী হতে চান। এবং দল তাঁকে ওই আসন থেকেই প্রার্থী করবে বলে তিনি আশাবাদী। কিন্তু মেদিনীপুর আসনে ভারতী ঘোষের নামও উঠে আসছে। ফলে দিলীপ ঘোষের কেন্দ্র বদল হবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
advertisement
আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হবে! সতর্ক করলেন কুণাল! কার দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা?
advertisement
একইভাবে জল্পনা চলছে, দার্জিলিং, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, আসানসোল কেন্দ্র নিয়েও। আসানসোল থেকে ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংয়ের নাম ঘোষণা করা হলেও তিনি ওই আসন থেকে লড়বেন না বলে জানিয়েছেন। ফলে সেখানে কাকে প্রার্থী করে বিজেপি, তাও দেখার বিষয়।
advertisement
আরও পড়ুন: ভারতে চালু হবে উড়ন্ত ট্যাক্সি! বাঙালি বিজ্ঞানীর হাত ধরে! কবে চালু, কত ভাড়া জানেন? আকাশে উড়বেন
এদিকে, তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে ফিরে গেলেও অর্জুন সিংকে ফের ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে গুঞ্জন বাড়ছে। দলের একটা অংশ অর্জুনকে টিকিট দিতে চান না বলে খবর। এই সমস্ত জট কাটাতেই বাংলার নেতাদের ডেকে পাঠানো হল দিল্লিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2024 5:59 PM IST