Kunal Ghosh Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হবে! সতর্ক করলেন কুণাল! কার দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা?

Last Updated:

Kunal Ghosh Abhijit Ganguly: সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, ''শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না।''

অভিজিৎকে সতর্ক করলেন কুণাল
অভিজিৎকে সতর্ক করলেন কুণাল
কলকাতা: বিচারপতি পদ ছেড়ে রাজনীতির ময়দানে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগও দিয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও বিজেপির অন্দরের খবর, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎবাবু। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করে বসলেন। তাঁকে তাঁর দল ও দলের নেতাই হারিয়ে দেবে বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করলেন ভোট থেকে সরে দাঁড়ানোর। পাশাপাশি নির্দিষ্ট করে কারও সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বার্তাও দিলেন কুণাল ঘোষ।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লিখেছেন, ”শ্রী অভিজিত গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে @AITCofficial জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, তমলুক থেকেই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য। CPIM ওই কেন্দ্রে প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা না হলেও তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল লিখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। ইতিমধ্যেই তমলুকে গিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে এসেছেন অভিজিৎবাবু। তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
advertisement
বিজেপি এরাজ্যে প্রথম পর্বে ২০ কেন্দ্রে তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বাকি কেন্দ্রগুলিতে শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করে দেবে গেরুয়া শিবির। তার আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি এমন বার্তা দিয়ে কুণাল ঘোষের এমন পোস্ট রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হবে! সতর্ক করলেন কুণাল! কার দিকে আঙুল তুললেন তৃণমূল নেতা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement