Dilip Ghosh to Kunal Ghosh: সকালে ঘুম থেকে উঠুন, শরীর চর্চা করুন, স্বাস্থ্য ও মন ভাল থাকবে... কুণালকে পরামর্শ দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh health tips to Kunal Ghosh: রাজনীতি দূরে সরিয়ে ঘরোয়া আড্ডায় মাতলেন দিলীপ-কুণাল-সুকান্ত৷ 

আবীর ঘোষাল, কলকাতা: কুণাল ঘোষকে (Kunal Ghosh) ভোরবেলা ঘুম থেকে ওঠার পরামর্শ। পরামর্শ দিলেন বিজেপি নেতা, সাংসদ দিলীপ ঘোষ। প্রতিদিন ভোর বেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আছে দিলীপ ঘোষের (Dilip Ghosh)৷ কয়েক বছর ধরে ভোর বেলা ঘুম থেকে উঠে দিলীপ ঘোষ তার নিউটাউনের বাড়ি থেকে বেরিয়ে ইকো পার্কে এসে শরীর চর্চা করেন। তবে শুধু ইকো পার্ক নয়, ভোট প্রচার হোক বা দলীয় অনুষ্ঠান যেখানেই তিনি যান না কেন সেখানেই সকালে উঠে শরীর চর্চা সেরে নেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি। এবার এই অভ্যাস করার জন্যে দিলীপ ঘোষ অনুরোধ করলেন কুণাল ঘোষকে ৷
কিন্তু হঠাৎ এই আলোচনা এল কেন? সূত্রের খবর, সম্প্রতি একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে মুখোমুখি দেখা হয় দিলীপ-কুণালের৷ সেই অনুষ্ঠানে আবার হাজির ছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যুযুধান দুই রাজনৈতিক দলের দুই যুযুধান রাজনৈতিক পক্ষ একে অপরের মুখোমুখি হন। সেখানেই আলোচনায় উঠে আসে, রাজনীতির বাইরের নানা কথা। অনুষ্ঠানে বাকি যাঁরা নিমন্ত্রিত ছিলেন, তাঁরা কথায় কথায় বলেন, ভোর থেকে সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ তৃণমূল বিরোধীতায় নানা কথা বলেন। আর বিভিন্ন সংবাদমাধ্যমে হোক বা সাংবাদিক সম্মেলনে তার পাল্টা বলেন কুণাল ঘোষ। এই ঘরোয়া আড্ডার মধ্যেই কুণাল ঘোষ, দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করেন, আপনি এত সকালে ওঠেন কেন? কুণালের প্রশ্ন শুনে হেসেই ফেলেন দিলীপ। তারপর দিলীপের সাজেশন কুণালকে, ‘‘সকালে ঘুম থেকে উঠে শরীর চর্চা করুন। তাতে দেখবেন শরীর-মন ভালো থাকবে।’’
advertisement
advertisement
সূত্রের খবর, কলকাতায় থাকলে কুণালকে, সকালে ইকো পার্কে শরীর চর্চা করতে আসতেও বলেন। তবে ওই দিন বেসরকারি সংস্থার অনুষ্ঠানে প্রথম বার কুণাল ঘোষের সাথে দেখা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের৷ প্রসঙ্গত, রাজনৈতিক সভা বা সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে একাধিকবার কুণাল ঘোষ সুকান্ত মজুমদারকে ট্রেনি সভাপতি বলে উল্লেখ করেছেন। পাল্টা রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদারও। তবে ওই অনুষ্ঠানে নিখাদ আড্ডা হয়েছে বলেই জানা যাচ্ছে।
advertisement
এমনকী, কেক কাটার অনুষ্ঠানের সময় কুণাল-সুকান্ত এগিয়ে দেন সিনিয়র দিলীপ দা'কে। তবে বেশ খানিকক্ষণ ‘পহেলে আপ, পহেলে আপ’ চলার পরে শেষমেষ কেক কাটেন কুণাল। পাশে সেই সময় হাসিমুখেই দাঁড়িয়ে ছিলেন দিলীপ-সুকান্ত। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। দেখা হওয়ার কথা স্বীকার করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ‘‘একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। সময়ের হেরফেরে দেখা হয়েছে। এর সাথে কোনও রাজনীতির যোগ নেই। নিখাদ ঘরোয়া আড্ডা হয়েছে। এগুলো এক ধরণের সৌজন্য।’’ তবে যুযুধান তিন নেতার পাশাপাশি উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh to Kunal Ghosh: সকালে ঘুম থেকে উঠুন, শরীর চর্চা করুন, স্বাস্থ্য ও মন ভাল থাকবে... কুণালকে পরামর্শ দিলীপ ঘোষের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement