#কলকাতা: পার্ক সার্কাস নিয়ে CAA বিরোধী অবস্থান নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ। বলেন, বিদেশের পয়সায় বিরিয়ানি খেতে জমায়েত অবস্থানকারীদের। গণতন্ত্র, আজাদির 'ফ্যাশন' বলে আন্দোলনকারীদের আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। এই প্রথম নয় নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন এর আগেও গেরুয়া শিবিরের নেতাদের বাক্যবাণে বিদ্ধ হয়েছে ৷
শনিবার দলের সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পার্ক সার্কাসের অবস্থানকারীদের তীব্র সমালোচনা করেন ৷ পার্কসার্কাসের CAA আন্দোলন নিয়ে তাঁর তির্যক মন্তব্য, ‘বিদেশের পয়সায় বিরিয়ানি মোচ্ছব চলছে ওখানে৷ গরিব-অশিক্ষিতদের বসিয়ে রাখতে প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ৷ চলছে সকাল সন্ধে সরকারকে গালিগালাজ ৷’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ টেনে আনেন শাহিনবাগ প্রসঙ্গকেও ৷ বলেন, ‘দিল্লিতেও রাস্তা আটকে শাহিনবাগে দিনের পর দিন চলছে নক্কারজনক ঘটনা ৷ গোটা দেশ জুড়ে গণতন্ত্র, আজাদির ‘ফ্যাশন’ চলছে ৷ আমাদের সরকার গুলি চালায়নি ৷ শাহিনবাগে কেন্দ্র লাঠিও চালায়নি অথচ গণতন্ত্র নেই বলে চিৎকার করছে বিরোধীরা ৷’ মহম্মদ সেলিম এর তীব্র নিন্দা করেন ৷ বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দিলীপের৷ মাথায় বিষ না ঢোকে, সতর্ক থাকুন ৷’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti CAA, CAA protest, Dilip Ghosh, Park Circus Anti CAA Protest