‘গরিব-অশিক্ষিতদের বিরিয়ানি খাইয়ে বসিয়ে রাখা হচ্ছে’, পার্ক সার্কাস CAA প্রতিবাদ নিয়ে মন্তব্য দিলীপের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
গণতন্ত্র, আজাদির 'ফ্যাশন' বলে আন্দোলনকারীদের আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি।
#কলকাতা: পার্ক সার্কাস নিয়ে CAA বিরোধী অবস্থান নিয়ে কটাক্ষ করতে গিয়ে ফের বিতর্কে দিলীপ ঘোষ। বলেন, বিদেশের পয়সায় বিরিয়ানি খেতে জমায়েত অবস্থানকারীদের। গণতন্ত্র, আজাদির 'ফ্যাশন' বলে আন্দোলনকারীদের আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। এই প্রথম নয় নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন এর আগেও গেরুয়া শিবিরের নেতাদের বাক্যবাণে বিদ্ধ হয়েছে ৷
শনিবার দলের সাংগঠনিক বৈঠকে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে পার্ক সার্কাসের অবস্থানকারীদের তীব্র সমালোচনা করেন ৷ পার্কসার্কাসের CAA আন্দোলন নিয়ে তাঁর তির্যক মন্তব্য, ‘বিদেশের পয়সায় বিরিয়ানি মোচ্ছব চলছে ওখানে৷ গরিব-অশিক্ষিতদের বসিয়ে রাখতে প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে ৷ চলছে সকাল সন্ধে সরকারকে গালিগালাজ ৷’ এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ টেনে আনেন শাহিনবাগ প্রসঙ্গকেও ৷ বলেন, ‘দিল্লিতেও রাস্তা আটকে শাহিনবাগে দিনের পর দিন চলছে নক্কারজনক ঘটনা ৷ গোটা দেশ জুড়ে গণতন্ত্র, আজাদির ‘ফ্যাশন’ চলছে ৷ আমাদের সরকার গুলি চালায়নি ৷ শাহিনবাগে কেন্দ্র লাঠিও চালায়নি অথচ গণতন্ত্র নেই বলে চিৎকার করছে বিরোধীরা ৷’ মহম্মদ সেলিম এর তীব্র নিন্দা করেন ৷ বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন মন্তব্য দিলীপের৷ মাথায় বিষ না ঢোকে, সতর্ক থাকুন ৷’
advertisement
দিল্লির শাহিনবাগ নিয়ে এর আগে একের পর এক তির্যক মন্তব্য করেছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা ৷ কেউ গুলি মারার কথা বলেছেন তো কেউ আবার শাহিনবাগকে মিনি পাকিস্তান বলেও কটাক্ষ করেছিলেন ৷ পিছিয়ে ছিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ দিল্লি ভোটে বিজেপির ভরাডুবির পর তিনি বলেন, বিদ্বেষমূলক মন্তব্যের প্রভাব পড়েছে ভোট ব্যাঙ্কে ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2020 3:52 PM IST