Dilip Ghosh: 'ব্য়বসা বন্ধের হুমকি দিয়ে দেবকে সাংসদ করা হয়েছে!' প্রজাপতি বিতর্কে বিস্ফোরক দিলীপ

Last Updated:

বড়দিনের আগেই রাজ্য়ে মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি'। ছবিটির প্রযোজনাও করেছে দেবের সংস্থা। যদিও নন্দনে মুক্তি পায়নি ছবিটি।

দেবকে নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের।
দেবকে নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের।
#কলকাতা: নন্দনে মুক্তি পায়নি দেব- মিঠুন চক্রবর্তী অভিনীত 'প্রজাপতি'। আর তা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতারা বলছেন, যেহেতু সদ্য় মুক্তিপ্রাপ্ত এই বাংলা ছবিতে বিজেপি নেতা মিঠুন অভিনয় করেছেন, তাই নন্দনে ঠাঁই হয়নি 'প্রজাপতি'-র।
নন্দনে 'প্রজাপতি'-র মুক্তি না পাওয়া নিয়ে এবার রাজ্য়ের শাসক দলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 'প্রজাপতি' বিতর্কের মধ্য়েই তাঁর চাঞ্চল্য়কর অভিযোগ, সিনেমার রিলিজ বন্ধ করার হুমকি দিয়েই দেবকে জোর করে নির্বাচনে দাঁড় করিয়ে সাংসদ করা হয়েছে। যদিও বিজেপি নেতার এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিমেরও পাল্টা যুক্তি, মিঠুন চক্রবর্তী আছেন বলেই 'প্রজাপতি' নন্দনে মুক্তি পায়নি বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। কারণ ছবিতে তৃণমূল সাংসদ দেবও রয়েছেন।
advertisement
আরও পড়ুন: 'নিমগাছে বেঁধে রাখুন, কলার ধরে হিসাব চান', লুটের প্রশ্নে পঞ্চায়েতের আগে নিদান দিলীপের
advertisement
বড়দিনের আগেই রাজ্য়ে মুক্তি পেয়েছে দেব-মিঠুন অভিনীত 'প্রজাপতি'। ছবিটির প্রযোজনাও করেছে দেবের সংস্থা। যদিও নন্দনে মুক্তি পায়নি ছবিটি। আর এ নিয়েই শুরু হয় বিতর্ক।
এ দিন ইকো পার্কে প্রাতভ্রমণে গিয়ে প্রজাপতি বিতর্ক নিয়ে সরব হন দিলীপ ঘোষ। শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, 'টিএমসি না করলে চাকরি পাবেন না। সিনেমা, নাটকে জায়গা পাওয়া যাবে না। হলও পাওয়া যাচ্ছে না। ফিল্ম ফেস্টিভ্য়ালে মিঠুনদাকে আমন্ত্রণ জানানো হয়নি। নন্দন যেন পার্টির সম্পত্তি। অপব্য়বহার চলছে। যাঁদের নামে লোক হলে আসে, তাঁদের দুরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের সুপার স্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। এতো সুন্দর হল (নন্দন) সেখানে শো দেওয়া হল না। তাদেরই সাংসদ সেখানে অন্যতম তারকা। মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে, তাঁকেও কোণঠাসা করার চেষ্টা। বয়কটের হুমকি।'
advertisement
বিজেপি নেতার আরও চাঞ্চল্য়কর অভিযোগ, 'দেবকে তৃণমূল ব্যবহার করেছে। এক সময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ও ভোটে দাঁডাতে চায়নি। ব্য়বসা বন্ধ করা হয়েছিল। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায়না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না।' যদিও দিলীপ ঘোষের এই অভিযোগকে অবান্তর বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। 'প্রজাপতি' বিতর্কের পাল্টা শাহরুখ খান অভিনীত পঠান নিয়ে বিজেপি নেতাদের একাংশের বয়কট হুঁশিয়ারিকে সামনে এনেছেন তিনি।
advertisement
রাজ্য়ের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'এরকম কোনও বিষয় নয়। দিলীপদা ছোট মনের লোক, ছোট করেই ভাবে। দেব আমাদের সঙ্গে আছে। আমাদের সাংসদ। ওঁর জন্য় আমরা গর্ব অনুভব করি।' তাঁর আরও দাবি, 'নন্দনে আগে থেকে বুকিং হয়। এটা মুখ্য়মন্ত্রীর হাতে নয়। মিঠুন আছে বলে বুকিং হবে না, এরকম বিষয় নেই। হয়তো অন্য়রা আগে চিঠি দিয়েছিল। আমাদের সাংসদ দেবও তো এই ছবিতে রয়েছে। '
advertisement
এই সমস্ত বিতর্কের মধ্য়েই গত শনিবার একটি ট্য়ুইট করেন অভিনেতা এবং তৃণমূল সাংসদ দেব। বিতর্ক যবনিকা টানতে সেখানে তিনি লেখেন, 'এবারের মতো নন্দনকে মিস করলাম। কোনও বিষয় নয়। আবার দেখা হবে। গল্পের এখানেই ইতি।'
নন্দনে 'প্রজাপতি' বিতর্ক নিয়ে বামফ্রন্ট চেয়ারম্য়ান বিমান বসু বলেন, 'অনীক দত্তের অপরাজিত-ও নন্দনে জায়গা পায়নি। এটা অস্বাভাবিক বিষয় নয়। নন্দনের নাম যে নন্দনই আছে, এখনও পরিবর্তিত হয়নি। এটাই গবেষণার বিষয়।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'ব্য়বসা বন্ধের হুমকি দিয়ে দেবকে সাংসদ করা হয়েছে!' প্রজাপতি বিতর্কে বিস্ফোরক দিলীপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement