'নিমগাছে বেঁধে রাখুন, কলার ধরে হিসাব চান', লুটের প্রশ্নে পঞ্চায়েতের আগে নিদান দিলীপের
- Published by:Satabdi Adhikary
Last Updated:
তাঁর দাবি, "পঞ্চায়েতের লোকেরা এত লুট করেছে যে, এখন পদত্যাগ করে পালাচ্ছে, পাবলিক পেটাবে বলে। রাস্তা হয়নি, জল নেই, বিদ্যুৎ নেই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হাসপাতালে ডাক্তার নেই, নেই নেই রাজত্ব।"
#দক্ষিণবঙ্গ: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল। একে অপরকে এক চুলও জমি ছাড়তে নারাজ দুই শিবির। এর মধ্যে পঞ্চায়েতে টাকা লুটের অভিযোগ তুলে তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দিলেন, "নিম গাছে বেঁধে রাখুন, খেজুর গাছে বেঁধে রাখুন, কলার ধরে পঞ্চায়েতের হিসাব চান।"
রবিবার বর্ধমানে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই তিনি গত পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ তুলে ফের তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, "বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। যাঁরা এতদিন ক্ষমতায় থেকেছেন তাঁদের কাছ থেকে এখন জনতা হিসাব চাইছে। রাস্তা থেকে বিদ্যুৎ, আবাস যোজনা সহ কেন্দ্রের পাঠানো সব টাকা লুট হয়ে গেছে।"
advertisement
advertisement
বিজেপি নেতার কথায়, বিজেপি বাংলা সুশাসন চায়, উন্নয়ন চায়। কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকা পাঠাচ্ছে। কিন্তু সে সবই লুট হয়ে যাচ্ছে বলে নেতার অভিযোগ। তাঁর দাবি, "পঞ্চায়েতের লোকেরা এত লুট করেছে যে, এখন পদত্যাগ করে পালাচ্ছে, পাবলিক পেটাবে বলে। রাস্তা হয়নি, জল নেই, বিদ্যুৎ নেই, স্কুলে মাস্টার নেই, থানায় পুলিশ নেই, হাসপাতালে ডাক্তার নেই, নেই নেই রাজত্ব।"
advertisement
এরপরেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, "ছাড়বেন না কাউকে। এই পঞ্চায়েতের লোকেদেরকে নিম গাছে বেঁধে দেবেন, খেজুর গাছে বেঁধে দেবেন, কলার ধরবেন, জবাব চাইবেন।" দিলীপের অভিযোগ, "যে টাকায় তিনতলা বাড়ি করেছে, সেটা আপনাক টাকা, যে গাড়়ি কিনেছে, সেটা আপনার টাকা, ছেলেকে বিদেশে পড়াচ্ছে আপনার টাকায়। পাই-পয়সা বুঝে নেবেন পঞ্চায়েতের কাছে, হিসাব চাইবেন। এই ইলেকশন আসছে, বাড়িতে এলে ধরবেন গলায় গামছা দিয়ে।"
advertisement
প্রসঙ্গত, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে মুর্শিদাবাদের ভরতপুর ২ পঞ্চায়েতে গণ ইস্তফা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। দল বেঁধে ইস্তফা দিয়েছেন শাসকদলের ১৭জন পঞ্চায়েত সদস্য। সেই দলে ছিলেন প্রধানও। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, জনরোষের আশঙ্কা থেকেই আগেভাগে গণ ইস্তফা দিয়েছেন তাঁরা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2022 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'নিমগাছে বেঁধে রাখুন, কলার ধরে হিসাব চান', লুটের প্রশ্নে পঞ্চায়েতের আগে নিদান দিলীপের