Dilip Ghosh: কেন দীর্ঘ গরমের ছুটি দিয়েছে সরকার? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের! কী বললেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: বৃহস্পতিবার হতে চলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক নিয়েও কটাক্ষের সুর দিলীপ ঘোষের গলায়।
#কলকাতা: প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবারই তৃণমূল সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন দিলীপরা। আর এদিন তিনি বললেন, ''সরকারের পারফরম্যান্স কেমন, তা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাস্তার ধারে ধারে যুবক-যুবতীরা চাকরির জন্য ধরনা দিচ্ছে, ডিএ-এর জন্য, পেনশনের জন্য সমস্ত জায়গায় হাহাকার। মহিলারা নিজেদেরকে অসুরক্ষিত বলে মনে করছেন ,যাদের ভোট সবথেকে বেশি পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বছরেই নাভিশ্বাস উঠে গিয়েছে। আমি জানি না পাঁচ বছর হলে কী হবে। আর্থিক অবস্থা সব থেকে খারাপ। আর কিছুদিন পর থেকে বেতন দেওয়ার মতো অবস্থা থাকবে না সরকারের। দলের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে ঝামেলা হচ্ছে, আর তা সামাল দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
''
এখানেই শেষ নয়, বৃহস্পতিবার হতে চলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক নিয়েও কটাক্ষের সুর দিলীপ ঘোষের গলায়। তাঁর কথায়, ''
advertisement
সরকার পার্টি বলে আলাদা কিছু নেই। সরকারের মন্ত্রীদের কাছে কোন কাজ নেই, টাকা পয়সা নেই সরকারের। কোথাও গেলে জিজ্ঞাসা করা হয়, কন্ট্রাকটররা টাকা কবে পাবে। কাজের কাজ কিছু হয়নি। তাই মিটিং করে কোন লাভ নেই। দলের লোকেদের সমস্যা হচ্ছে। তাদেরকে জবাব দিতে হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছুই করতে পারছেন না।''
advertisement
অমিত শাহের সফর নিয়ে অবশ্য দিলীপ ঘোষের বক্তব্য, ''
মানুষ এখনও আমাদের ভরসা করে। আমরা আন্দোলন করছি, লড়াই করছি। সেই জন্যই আমাদের কর্মীরা প্রতিনিয়ত টার্গেট হচ্ছে। ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই ঘরছাড়া। মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে। যার ফলে মনোবলের অভাব ছিল বলে আমার মনে হয়। তবে আমরা দু তারিখ থেকে , আন্দোলনে নেমেছি। মানুষ আমাদের সমর্থন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে সে কাজটাই আমরা করছি।''
advertisement
স্কুলে দীর্ঘ গরমের ছুটি নিয়েও সরকারকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। বলেন, ''এই সরকার যা করে সবই, উল্টো করে। সরকারের কোন ধৈর্য নেই। কে বলেছিল ছুটি দিতে। প্রাইভেট স্কুলগুলোতে ছুটি দিচ্ছে না। সমস্যা তো তাদের বেশি হওয়া দরকার। সাধারণ মানুষ চাইছে স্কুল খোলা থাকুক। ছাত্র শিক্ষকের সম্পর্ক, পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষক নেই, তাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা এটা। এভাবে চলতে পারে না। শিক্ষা ব্যবস্থা উঠে যাবে। শিক্ষকদের রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ভোট প্রচারেও।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2022 8:56 AM IST