‘নেতারাই যদি গ্যাংস্টার হন…’ মদনকে নিয়ে বিস্ফোরক দিলীপ! বিঁধলেন সৌগতকেও

Last Updated:

তৃণমূল বিধায়কের সেই মন্তব্যেরই এবার পাল্টা দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, নাম না করে একযোগে আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কেও।

দিলীপ ঘোষের কটাক্ষ মদন মিত্রকে
দিলীপ ঘোষের কটাক্ষ মদন মিত্রকে
কলকাতা: রাজনীতির পারদ ক্রমশ চড়ছে বাংলায়। ভোটের আগে অস্ত্র নিয়ে কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি যে সব অস্ত্র ধরা পড়বে সেই অস্ত্রগুলো দিয়েই তৃণমূলকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূল বিধায়কের সেই মন্তব্যেরই এবার পাল্টা দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, নাম না করে একযোগে আক্রমণ শানালেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়কেও।
রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘ওনাদের একজন সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হয়, কী কী জিনিস দিতে হবে সেটাও বলে দিচ্ছেন টিভিতে। এরপর এমএলএ মদনবাবু বলে দিচ্ছেন কীভাবে ট্রেনিং দিতে হবে, ট্রিগারে কোথায় হাত দিতে, কাঁধে কোথায় বন্দুক রাখবে, কার পিছনে দেবে। ওদের বড় বড় নেতা যদি এইরকম গ্যাংস্টার হয়, বাকি যাঁরা আছে তাঁরা তো প্রেরণা পাবেই।’
advertisement
প্রসঙ্গত, শনিবার নৈহাটির রাজেন্দ্রপুরে মহিলা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন মদন। সেখান থেকে গেরুয়া শিবিরকে বাক্যবাণে বিদ্ধ করেন। খোঁচা দেন বিরোধী গেরুয়া শিবিরের নেতা দিলীপ ঘোষকেও। সোনারপুর শুটআউট প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। এগুলো তারই অংশ। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।’ এর আগে তৃণমূল সাংসদ সৌগত রায়ও মন্তব্য করেন বোমা নিয়ে। এর এই দুইয়ের পরিপ্রেক্ষিতেই রবিবার জোরালো আক্রমণ শানান দিলীপ ঘোষ। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে ক্রমশ বিরোধী ও শাসকদলের তরজায় উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক আবহ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘নেতারাই যদি গ্যাংস্টার হন…’ মদনকে নিয়ে বিস্ফোরক দিলীপ! বিঁধলেন সৌগতকেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement