#কলকাতা: ফের বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। এক দিকে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় রয়েছেন। অন্য দিকে সকালবেলা প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ অভিযোগ করলেন , 'এ রাজ্যের মানুষের নিরাপত্তা নেই।' ভবানীপুরের গুজরাতি বৃদ্ধ-বৃদ্ধা হত্যার ঘটনা নিয়ে তিনি মুখ খুললেন। দিলীপ ঘোষ বলেন, একশ মিটারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ১০০ ফোর্স। তার কিছুটা দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে সবসময় ৫০ ফোর্স থাকে। সেই রকম নিরাপত্তায় মোড়া এলাকা খুন হয়ে যায় কী করে । শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন-আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের আর্থিক তছরুপের মামলায় উদ্ধার নগদ ২ কোটি, সোনার কয়েন!দলের অন্দরের কোন কিছু নিয়ে মন্তব্য করা যাবে না, বলে চিঠি দিয়ে সতর্ক করেছে দল। তাই দলের অন্দরে কোনও মন্তব্য তিনি করবেন না। তবে গতকাল কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অতিরিক্ত গরমে এগারো বছরের এক নাবালিকা অসুস্থ হয়ে পড়া, সেটা নিয়েও খোঁচা দিতে ছাড়লেন না দিলীপ। বললেন ,'একটি ১১ বছরের নাবালিকা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাকে চোখেমুখে জল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ছবি তুললেন। প্রশ্ন রাজনৈতিক সভায় এত ছোট্ট বাচ্চা মেয়ে এল কেন? কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল পেয়েছে বলে তাকে আসতে হবে? আমরা তো বারেবারে বলেছি। স্কুলের ছাত্রছাত্রীরা কিংবা অল্পবয়সীরা রাজনৈতিক মিটিং-মিছিলে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটা নিয়ে সিমপ্যাথি ক্রিয়েট করছেন।'
SHANKU SANTRAনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dilip Ghosh