Dilip Ghosh Anupam Hazra: 'সমস্যা হচ্ছে', দলের নেতাকে নিয়েই এ কী মন্তব্য দিলীপ ঘোষের! নিশানা করলেন কোন নেতাকে?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dilip Ghosh Anupam Hazra: অনুপম হাজরা ইস্যুতে দিলীপ ঘোষের সংযোজন, ''হয়ত দলের ভেতরে যে সমস্ত কথা বলা উচিত উনি তা প্রকাশ্যে বলে ফেলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে।''
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘রাজ্য বিজেপি নেতৃত্বের উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলা।’ অনুপম হাজরা ইস্যুতে বললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ”রাজ্য বিজেপি নেতাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলা উচিত ওঁর (অনুপম হাজরা) এই ধরনের বক্তব্যের জন্য সমস্যা তৈরি হচ্ছে। অনুপম হাজরা কী বলছেন না বলছেন তা দেখা ও শোনার জন্য লোক রয়েছে। তাও যদি রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করে অনুপম হাজরা একের পর এক দলের বিরুদ্ধে গিয়ে যে ধরনের মন্তব্য করছেন, তাতে দল বিড়ম্বনায় পড়ছে। তাহলে অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বে বলা উচিত।”
দিলীপ ঘোষের সংযোজন, ”হয়ত দলের ভেতরে যে সমস্ত কথা বলা উচিত উনি তা প্রকাশ্যে বলে ফেলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে। অনুপম হাজরার রাজনৈতিক অভিজ্ঞতা কতটা রয়েছে তা আমার জানা নেই। উনি কর্মীদের ও দলের ভালর জন্য যেটা বলতে চাইছেন তা পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। ফেসবুক কিংবা প্রকাশ্যে যেভাবে উনি (অনুপম হাজরা) বক্তব্য রাখছেন, এটা ঠিক নয়। নির্দিষ্ট ফোরামে ওঁর বলা উচিত।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে বিজেপির এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দল এবং দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও নিশানা করেছেন অনুপম।
advertisement
এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির। একদিকে যখন গোষ্ঠীদ্বন্দ্ব ঘরোয়া কোন্দলে জেরবার রাজ্য বিজেপি শিবির, ঠিক তখনই বিজেপি নেতা অনুপম হাজরার একের পর এক দল বিরোধী মন্তব্যে চরম বিড়ম্বনায় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি নেতৃত্বকে অনুপম হাজরার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 10:14 AM IST