বেচারামকে তোপ দিলীপের! কুণাল বললেন, 'ওই শব্দ এড়িয়ে যেতে পারতেন'

Last Updated:

দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জনসমর্থন নেই, এমন নেতারা এসব কথা বলেন।'

#কলকাতা: রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিষয়টি সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জনসমর্থন নেই, এমন নেতারা এসব কথা বলেন।' তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'ওই শব্দ এড়িয়ে তিনি তাঁর বক্তব্য জানাতে পারতেন।'
এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কোন উদ্দেশ্যে একথা বলছেন সেটা দেখতে হবে। কোন ইস্যুতে তিনি একথা বলছেন সেটাও সবাই শুনুন। তাহলে বুঝবেন দিলীপ বাবুদের কুকথার সঙ্গে এটার কোনও মিল নেই। তবে আমার মনে হয় এই শব্দ তিনি এড়িয়ে গিয়ে, তাঁর বক্তব্য তিনি প্রয়োগ করতে পারতেন।"
তৃণমূলকে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা মনে করি যে পুলিশ সংবিধান মেনে কাজ করবে। কিন্তু কয়েকজন চাইছেন পুলিশ চাকরের মতো কাজ করুক। যখন এটা করতে পারছেন না, তখন তাঁরা পুলিশের প্রতি এমন ব্যবহার করছেন। যাঁদের কোনও জনভিত্তি নেই, সমর্থন নেই, সেই ধরনের নেতারা এমন কথা বলছেন।"
advertisement
advertisement
প্রসঙ্গত, হুগলিতে বেচারাম মান্নার সম্প্রতি একটি বক্তব্য প্রকাশ্যে আসে। সেখানে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা যায় মন্ত্রী বেচারামকে।
মন্ত্রী বলেন, "রাস্তার কাজ যে করতে যাবে, তাঁকে ধরে পিটিয়ে দেবেন। কোনও ঝামেলা হলে আমি দেখে নেব। পুলিশ যদি আসে তাহলে পুলিশকে আছাড় মারব।" এই ভিডিও সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেচারামকে তোপ দিলীপের! কুণাল বললেন, 'ওই শব্দ এড়িয়ে যেতে পারতেন'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement