Dilip Ghosh: 'রসগোল্লা খাইয়ে তো ছাড়ব না...', 'কী করবেন?' এ কী বললেন দিলীপ ঘোষ! তোলপাড় বাংলা

Last Updated:

Dilip Ghosh || Panchayat Election 2023: সোমবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে পৌঁছন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন।

বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ
কলকাতা: সোমবার সকালে নিয়মমাফিক ইকোপার্কে পৌঁছন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূলকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন। পঞ্চায়েত ভোটে বুথ লুঠ প্রসঙ্গে তুমুল হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ এদিন বলেন পঞ্চায়েতে ভোট লুট করতে এলে রসগোল্লা খাইয়ে ছাড়া হবে না’। ভোট লুঠের চেষ্টা করা হলে ‘ট্রিটমেন্ট’ করে দেওয়ার পরামর্শও দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোট লুট করতে এলে ব্যবস্থা করবে BJP ই। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের পক্ষ থেকে শান্তনু সেন কটাক্ষ করে বলেন, “বিজেপি আগে নিজের সংগঠন মজবুত করুক।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিজের কড়া কড়া মন্তব্যের জন্য সর্বদাই বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর এবার ‘ট্রিটমেন্ট করে দেওয়া’ একেবারে ‘বাঁচার কোনও রাস্তা নেই’ বলে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে ফের চর্চায় দিলীপ ঘোষ।
advertisement
গত শনিবারই বাঁকুড়া শহরের মাচানতলায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ । সেখান থেকেই বিরোধীদের আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মোদির পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়ম হবে। বাকি শেষে মমতার হবে।”
advertisement
তবে এখানেই শেষ। এর পরই পূর্বের যাবতীয় বিতর্কের পরিধিকে কয়েক গুণ বাড়িয়ে দিলীপ বাবুর মন্তব্য, “আমরা সমাজের সঙ্গে আছি। যারা পিছনে লাগবে আজ হোক বা কাল, হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে”। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'রসগোল্লা খাইয়ে তো ছাড়ব না...', 'কী করবেন?' এ কী বললেন দিলীপ ঘোষ! তোলপাড় বাংলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement