Dilip Ghosh: 'অনেকদিন ভোজ খাওয়া হয়নি!'- দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে কী আবদার অগ্নিমিত্রার?

Last Updated:

বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

দিলীপ ঘোষের কাছে ভোজের আবদার করলেন অগ্নিমিত্রা পল।
দিলীপ ঘোষের কাছে ভোজের আবদার করলেন অগ্নিমিত্রা পল।
কলকাতা: বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।
এই প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, “দিলীপ ঘোষকে বিবাহের শুভেচ্ছা। পাত্রীও আমাদের পরিচিত। আমি চাই বিয়ের পরে একটা ভোজ দিক। অনেকদিন ভোজ খাওয়া হয়নি। দিলীপদার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। আমার শুভেচ্ছা রইল।”
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়েতে বসার আগেই দিলীপের বাড়িতে মমতার দূত, বিজেপি নেতাকে কী পাঠালেন মুখ্যমন্ত্রী?
আজ আপনাদের একটা দলীয় বৈঠক আছে এমন দিনে বিয়ে করলেন তাহলে কী দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন ‘রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না’এই প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, “না না বিয়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবন দুটো আলাদা।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'অনেকদিন ভোজ খাওয়া হয়নি!'- দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে কী আবদার অগ্নিমিত্রার?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement