দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন দিলচাঁদ, আগামী সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে

Last Updated:

ছন্দে চলছে দিলচাঁদের দিল । ভাল আছেন ঝাড়খণ্ডের যুবক।তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক।

#কলকাতা: ছন্দে চলছে দিলচাঁদের দিল । ভাল আছেন ঝাড়খণ্ডের যুবক।তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক। সোমবারই দিলচাঁদ সিং-এর হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়।
হাসপাতাল সূত্রে খবর, ফিজিওথেরাপির পর হুইল চেয়ারে করে কিছুটা ঘোরানো হবে তাঁকে। প্রয়োজনে হাঁটানোও হতে পারে। সবকিছু ঠিক থাকলে আজই আইসিইউ থেকে সরিয়ে দিলচাঁদকে সার্জিকাল আইসোলেশন ওয়ার্ডে দেওয়া হবে।
advertisement
advertisement
তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। কড়া পর্যবেক্ষণেই থাকবেন তিনি। চিকিৎসায় যেভাবে দ্রুত সাড়া দিচ্ছেন দিলচাঁদ, তাতে আগামী সপ্তাহে ছুটি দেওয়া হতে পারে তাঁকে।
কার্যত অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছে সাফল্য। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে। মেডিক্যাল রিপোর্ট বলছে, সুস্থ আছেন দিলচাঁদ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন দিলচাঁদ, আগামী সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement