দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন দিলচাঁদ, আগামী সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে
Last Updated:
ছন্দে চলছে দিলচাঁদের দিল । ভাল আছেন ঝাড়খণ্ডের যুবক।তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক।
#কলকাতা: ছন্দে চলছে দিলচাঁদের দিল । ভাল আছেন ঝাড়খণ্ডের যুবক।তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক। সোমবারই দিলচাঁদ সিং-এর হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়।
হাসপাতাল সূত্রে খবর, ফিজিওথেরাপির পর হুইল চেয়ারে করে কিছুটা ঘোরানো হবে তাঁকে। প্রয়োজনে হাঁটানোও হতে পারে। সবকিছু ঠিক থাকলে আজই আইসিইউ থেকে সরিয়ে দিলচাঁদকে সার্জিকাল আইসোলেশন ওয়ার্ডে দেওয়া হবে।
advertisement
advertisement
তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে। কড়া পর্যবেক্ষণেই থাকবেন তিনি। চিকিৎসায় যেভাবে দ্রুত সাড়া দিচ্ছেন দিলচাঁদ, তাতে আগামী সপ্তাহে ছুটি দেওয়া হতে পারে তাঁকে।
কার্যত অসাধ্য সাধন করেছেন কলকাতার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছে সাফল্য। পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছে কলকাতা। ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা দিলচাঁদ সিংকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছেন ব্রেন ডেথ হওয়া বেঙ্গালুরুর একুশ বছরের বরুণ ডি কে। মেডিক্যাল রিপোর্ট বলছে, সুস্থ আছেন দিলচাঁদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2018 11:47 AM IST