ধুকপুক করছে হৃদপিণ্ড, দ্রুত সুস্থতার পথে দিলচাঁদ সিং

Last Updated:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলচাঁদ সিং ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, দিলচাঁদের হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক ৷ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে রক্তে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও ৷

#কলকাতা: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিলচাঁদ সিং ৷ চিকিৎসকরা জানাচ্ছেন, দিলচাঁদের হৃদস্পন্দন ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক ৷ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে রক্তে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও ৷
সোমবার দিলচাঁদের শরীরে বসেছিল নতুন হৃদপিণ্ড ৷ একুশের হৃদয়ে আটত্রিশের হৃদয় বসিয়ে পূর্ব ভারতে প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপনে রেকর্ড গড়েছিল কলকাতা ৷ সাড়ে ছ'ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে এসেছিল সাফল্য। তবে এখনও সম্পূর্ণ নজরদারিতে রয়েছেন গ্রহীতা দিলচাঁদ সিং ৷ আজ দিলচাঁদের ইকো কার্ডিওগ্রাম এবং ইলেকট্রো কার্ডিওগ্রামের পর তাঁর বর্তমান অবস্থা সম্বন্ধে আরও নিখুঁতভাবে বলতে পারবেন চিকিৎসকরা ৷ এরপর তিন দিন পরে দিলচাঁদের কার্ডিয়াক রিহ্যাব শুরু হবে ৷ পাঁচ দিন পর হৃৎপিণ্ডের টিস্যুর বায়োপসি হবে ৷
advertisement
advertisement
হৃদরোগ বাসা বেঁধেছিল ঝাড়খণ্ডের দিলচাঁদের শরীরে ৷ সেই দিলচাঁদকেই স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন বেঙ্গালুরুর বরুণ ডি কে। তাঁর হৃদপিণ্ডই বসল দিলচাঁদের দেহে ৷ স্বাভাবিকভাবেই বরুণের হৃদয় ধুকপুক করে চলেছে দিলচাঁদের দেহে ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ধুকপুক করছে হৃদপিণ্ড, দ্রুত সুস্থতার পথে দিলচাঁদ সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement