Digital Arrest: এবার 'ডিজিটাল অ্যারেস্ট' মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত,অভিযুক্তদের প্রায় ১০ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণা মামলায় ইডি অভিযুক্ত যোগেশ দুয়া-সহ অন্যদের ১০.৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেL ১৫০০ কোটি টাকার প্রতারণা মামলায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে
কলকাতা:এবার ডিজিটাল অ্যারেস্ট সাইবার প্রতারণা মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মামলায় অভিযুক্ত যোগেশ দুয়া- সহ অন্য অভিযুক্তদের প্রায় ১০ কোটি ৮০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। সম্প্রতি এই মামলায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। জানা যায়,প্রায় ১৫০০ কোটি টাকার প্রতারণা মামলা, বিদেশে টাকা সরানোর অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ৫ জুন ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণার শিকার হন কলকাতা মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক উৎপল কুমার বিট। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মুম্বই পুলিশের ভয় দেখিয়ে প্রায় ১ কোটি টাকা হাতায় অবসরপ্রাপ্ত চিকিৎসকের থেকে বলেই অভিযোগ। ‘মুম্বই পুলিশে আপনার নামে মামলা রয়েছে’ বলে চিকিৎসক উৎপল কুমার বিটকে ফোন করে প্রতারকরা। ৩০ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে চিকিৎসককে। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ঘটনায় এর আগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার লেক টাউন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। লেক টাউন থেকেই প্রায় নগদ ২৮ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
advertisement
advertisement
চলতি মাসের শুরুতেই ডিজিটাল অ্যারেস্ট মামলায় চার্জশিট জমা দিয়েছে ইডি। বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ৩৫০-র বেশি ব্যাঙ্ক অ্যকাউন্টে ১৫০০ কোটি টাকার দুর্নীতির উল্লেখ্য রয়েছে চার্জশিট। ওই চক্রের দুই অন্যতম মূল চক্রী চিরাগ কপূর এবং যোগেশ দুয়ার নাম এবং তাদের একটি সংস্থার নামও রয়েছে চার্জশিটে।
advertisement
গত এপ্রিল মাসে রাজ্যে প্রথম ডিজিটাল অ্যরেস্ট সংক্রান্ত সাইবার প্রতারণা মামলার তদন্ত শুরু করে ইডি। এখনও পর্যন্ত ১২ জন ও একটি সংস্থার নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। মামলায় অভিযুক্ত আদিত্য দুয়াকে ফেরার দেখানো হয়েছে ইডির পক্ষ থেকে। তিনি দুবাইয়ে রয়েছে বলে চার্জশিটে উল্লেখ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 8:15 PM IST