Dharmendra Pradhan: অস্ত্র নিয়োগ দুর্নীতি, 'ডুবে রয়েছে বাংলা', তৃণমূলকে ছক কষে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর!
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Dharmendra Pradhan: শনিবার রাজ্যে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিশানা করলেন শাসক দল তৃণমূলকে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: অস্ত্র নিয়োগ দুর্নীতি। রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 'শিক্ষা নয়, তোলাবাজিতে গুরুত্ব দেয় সরকার। শিক্ষা অশিক্ষায় পরিণত হয়েছে'। ঠিক এই ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন ধর্মেন্দ্র প্রধান। নিয়োগ দুর্নীতি ঘিরে শোরগোল রাজ্যজুড়ে। ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার একের পর এক অভিযুক্ত। রোজ সামনে আসছে নিত্য-নতুন তথ্য। এমনই পরিস্থিতিতে শনিবার রাজ্যে এসে নিয়োগ দুর্নীতি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিশানা করলেন শাসক দল তৃণমূলকে।
'শুধু শিক্ষাতেই নয়, সবেতেই দুর্নীতিতে ডুবে রয়েছে বাংলা। শিক্ষায় অব্যবস্থা। দুর্নীতি, মিড ডে মিল থেকে স্কুল পোশাকে ঘোটালা'। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এমনটাও তোপ দেগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, 'শিক্ষায় তোলাবাজি! মমতার আমলে শিক্ষা আজ অশিক্ষায় পরিণত হয়েছে। এটা খুবই লজ্জার'। ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়ে তৃণমূল শিবির বলছে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে স্কলারশিপ কেলেঙ্কারি। শিক্ষা প্রতিষ্ঠানে ইডির রেড। উনি আগে সেটা বলুন'। শিক্ষক নিয়োগ থেকে মিড ডে মিল - শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই চড়া হচ্ছে সুর। পালটা আসরে নেমেছে শাসক শিবিরও। শাসক বনাম বিরোধী সংঘাতে এ ভাবেই চড়ছে রাজনীতির পারদ।
advertisement
advertisement
প্রসঙ্গত, স্কুল শিক্ষা দফতরের চাকরি দুর্নীতির কাণ্ডে সিবিআইয়ের তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে সিবিআই। এরা সবাই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও জানা যাচ্ছে।শুক্রবার যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন, সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আলি ইমাম, আব্দুল খালেক এবং চন্দন মণ্ডল। আর এই ছয়জনের মধ্যে অন্যতম কৌশিক ঘোষ। মুর্শিদাবাদের বড়ঞা থানার ভড়ঞা এলাকার বাসিন্দা। কৌশিক নিজেকে দিল্লিতে পেট্রোলিয়াম সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিত গ্রামে।
advertisement
এদিকে এসএসসি উপদেষ্টা কমিটির তিন সদস্যের সঙ্গে সরাসরি যোগ ছিল বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের। এমনই চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যোগের কথা শুক্রবার চন্দনকে গ্রেফতারের পরেই আদালতে জানিয়েছিল সিবিআই। ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 9:47 AM IST