'নিজের ভাষায় কথা বলব, লজ্জার কী আছে?' ব্যঙ্গ-বিদ্রুপের জবাবে ঘাটালকেই সামনে রাখলেন দেব?
- Published by:Tias Banerjee
- Reported by:Manash Basak
Last Updated:
২১ জুলাইয়ের সমাবেশে দেব বাংলায় ভাষণ দেওয়ার গর্ব প্রকাশ করেন। দিলীপ ঘোষ তৃণমূলের চাপে দেবের রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষ করেন। দেব জানান, বাংলায় কথা বলায় লজ্জিত হওয়ার কিছু নেই।
২১ জুলাইয়ের সমাবেশ থেকে নিজের মাতৃভাষা বাংলা নিয়ে গর্বের কথা বলেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। জানান, তিনি সংসদে ৮০ শতাংশ ভাষণ বাংলায় দিয়েছেন, আর তার জন্য অনেক সময় কটাক্ষের শিকারও হয়েছেন। ইংরেজি বলতে না পারার অভিযোগে কেউ কেউ তাঁকে ব্যঙ্গ করেছে। তবে দেবের স্পষ্ট মত, নিজের ভাষায় কথা বলার জন্য কখনও লজ্জিত হওয়ার কিছু নেই, বরং বাংলাতেই তিনি সবচেয়ে স্বচ্ছন্দে ঘাটালের সমস্যা তুলে ধরতে পারেন।
এই বক্তব্যের প্রেক্ষিতেই দেবকে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অভিযোগ, তৃণমূলের চাপে পড়েই দেব বাধ্য হয়ে ভোটে দাঁড়ান। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দেবের আগের মন্তব্য উল্লেখ করে দিলীপ বলেন, “প্রত্যেক বার ভোটের আগে বলেন, প্ল্যান না হলে রাজনীতি ছাড়বেন, কিন্তু পরে আবার প্রার্থী হন।”
advertisement
advertisement
দেবকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, “দেব মেদিনীপুরের ছেলে, ভাল ছেলে, কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে দিয়ে কী হবে?” তাঁর অভিযোগ, তৃণমূলের চাপেই দেব রাজনীতিতে আছেন। এমনকি দাবি করেন, ভোটে না দাঁড়ালে দেবের সিনেমার শ্যুটিং বন্ধ হয়ে যাবে, ছবি মুক্তিও আটকে যাবে।
advertisement
দিলীপের বক্তব্য, “ঘাটালের মানুষ প্রতিবছর জল কাঁপিয়ে হাঁটে। প্রশ্ন তোলাটা স্বাভাবিক। দম থাকলে দেব সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেখান।”
এর পরেই দেব বলেন, “গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে যেটা বলেছেন সেটা সঠিক। নিজের ভাষা বাংলা ভাষায় কথা বলার জন্য কোথাও কখনও লজ্জাবোধ করার নেই। আমি পার্লামেন্টের যা ভাষণ রেখেছি এত দিনে তার ৮০% বাংলায় বলেছি। তাই নিয়ে আমাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে ইংরেজি বলতে পারে না, বাংলায় কথা বলে কেউ বুঝতে পারে না। কিন্তু আমার মনে হয়েছে, আমি বাংলার কথা ঘাটালের সমস্যার কথা বাংলাতেই স্বচ্ছন্দভাবে সকলের সামনে তুলে ধরতে পারব। নিজের ভাষায় পার্লামেন্টে কথা বলার জন্য কোনও রকেট সায়েন্স। আমি গর্ববোধ করি তাই পার্লামেন্টে বাংলাতেই কথা বলেছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 9:26 PM IST