Dengue: বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক! জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Dengue: এরাজ্যে আসা বাংলাদেশি নাগরিকদের টেস্টিংয়ের পাশাপাশি রক্ত পরীক্ষার করানোর আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা
কলকাতা: বাংলাদেশের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এই অবস্থায় এ রাজ্যে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি গাইডলাইন জারি কলকাতা পুরসভার। এরাজ্যে আসা বাংলাদেশি নাগরিকদের টেস্টিংয়ের পাশাপাশি রক্ত পরীক্ষার করানোর আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। বাংলাদেশের ইমিগ্রেশন পয়েন্টে রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে। যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে, তার জন্য এই আর্জি জানানো হয়েছে নবান্নকে। রাজ্য সরকারকে আবেদন জানিয়েছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ।
এ রাজ্যে বর্ষা আসতেই ফের বারবাড়ন্ত ডেঙ্গির। মশা বাহিত এই মারণ রোগ প্রাণ কেড়েছে ১০ বছরের এক শিশুর। গত শনিবার ২২ তারিখ পার্ক সার্কাস অঞ্চলের এক শিশু হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর। পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বছর ১০ এর পল্লবী দে গত সপ্তাহ থেকে জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসা চলছিল বাড়িতেই। এরপর শারীরিক অবস্থার খানিক অবনতি হলে পরিবারের সদস্যরা গত সপ্তাহের ১৯ তারিখ ওই ডেঙ্গি আক্রান্ত শিশুকে পার্ক সার্কাস অঞ্চলের এক শিশু হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালের পি আই ডাব্লিউ ২ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ওই শিশু।
advertisement
advertisement
চিকিৎসকরা লক্ষ্য করেন শিশুটির প্লেটলেট কাউন্ট ৯ হাজারের নিচে চলে গিয়েছে। অবশেষে প্লেটলেট-সহ অন্যান্য চিকিৎসা দিয়েও বিফল হন চিকিৎসকেরা। গত সপ্তাহের শনিবার দুপুর ১ টা নাগাদ মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত ওই শিশুর। শিশুর মৃত্যুর খবরে শিশুটির বাড়ির এলাকায় শোকের ছায়া নেমে আসে।
advertisement
অন্যদিকে, ডেঙ্গি আতঙ্কে বিরাম নেই দুর্গাপুরে। নতুন করে শহরে ফের ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, নতুন করে শহরে আবার এগারো জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যদিও শহরের বিভিন্ন এলাকা থেকেই এই ১১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 6:34 PM IST