Dengue in West Bengal: ডেঙ্গি আক্রান্ত কমলেও, চিন্তা কমেনি নবান্নের; শনিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠক
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dengue in West Bengal: রাজ্যের এখনও কয়েকটি জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে।
কলকাতা: ডেঙ্গি নিয়ে ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। আগামিকাল উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব। দুপুর সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের আধিকারিক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন জেলাশাসকদের ডাকা হল বৈঠকে।
৩৮ তম সপ্তাহের তুলনায় ৩৯ তম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে ১০ থেকে ১৫ শতাংশ। তবে রাজ্যের এখনও কয়েকটি জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে। যেহেতু চলতি সপ্তাহে ও আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে ডেঙ্গির গ্রাফ যাতে না বাড়ে তার জন্য আগামী কালকের বৈঠকে ফের গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্য সচিব বলেই মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ডেঙ্গির মশা কত উচ্চতা পর্যন্ত উড়তে পারে জানেন? এডিস মশা অবাক করছে বিশেষজ্ঞদের
তবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যার তুলনায় উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি সেই চিন্তা বাড়াচ্ছে নবান্নের। তবে যে হটস্পটগুলি চিহ্নিত করা হয়েছিল সেই হটস্পটের মধ্য থেকে একাধিক এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে বলেই নবান্ন সূত্রে খবর। আগামিকালের বৈঠকে হাসপাতালগুলির সুপারদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
কয়েকদিন আগেই ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের ছুটি বাতিল করেছে নবান্ন। পুজোর আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। ডেঙ্গি মোকাবিলায় ১৫ দফা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। যাঁরা ডেঙ্গির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন না, তাঁদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 29, 2023 2:33 PM IST








