Dengue Mosquito: ডেঙ্গির মশা কত উচ্চতা পর্যন্ত উড়তে পারে জানেন? এডিস মশা অবাক করছে বিশেষজ্ঞদের

Last Updated:
Dengue Mosquito: মাত্র ৬ ফুট উচ্চতা পর্যন্ত করা হয় ডেঙ্গি মশা মারার স্প্রে, কিন্তু কী কারণে জানলে অবাক হবেন।
1/6
ডেঙ্গির মশা এডিস এজিপ্টি। এডিস মশার কামড়ে মানব দেহে বাসা বাঁধে ডেঙ্গু। এই মশা দমনের জন্য কীটনাশক স্প্রে করে থাকে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু আপনি কি জানেন ডেঙ্গির মশা এডিস একটি এরোফিলিক মশা। (রিপোর্টার--নীলাঞ্জন ব্যানার্জী)
ডেঙ্গির মশা এডিস এজিপ্টি। এডিস মশার কামড়ে মানব দেহে বাসা বাঁধে ডেঙ্গু। এই মশা দমনের জন্য কীটনাশক স্প্রে করে থাকে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু আপনি কি জানেন ডেঙ্গির মশা এডিস একটি এরোফিলিক মশা। (রিপোর্টার--নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
2/6
অর্থাৎ মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে এই মশা। কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে এডিস মশা? সঠিক তথ্য জানতে পারলে অবাক হবেন আপনিও।
অর্থাৎ মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে এই মশা। কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে এডিস মশা? সঠিক তথ্য জানতে পারলে অবাক হবেন আপনিও।
advertisement
3/6
বাঁকুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ মণ্ডল জানান, "ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল করা রিসার্চ অনুযায়ী, এডিস মশা দমনের জন্য স্প্রে করা হয় ৬ ফুট উচ্চতা পর্যন্ত। ডেঙ্গির মশা এডিস। এডিস মশা মূলত মাটির কাছেই থাকতে পছন্দ করে।"
বাঁকুড়ার বিশেষজ্ঞ চিকিৎসক বিকাশ মণ্ডল জানান, "ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল করা রিসার্চ অনুযায়ী, এডিস মশা দমনের জন্য স্প্রে করা হয় ৬ ফুট উচ্চতা পর্যন্ত। ডেঙ্গির মশা এডিস। এডিস মশা মূলত মাটির কাছেই থাকতে পছন্দ করে।"
advertisement
4/6
তিনি আরও জানান যে, গবেষণা করে দেখা গিয়েছে উচ্চতা যত বাড়ছে, তাল মিলিয়ে জলের মধ্যে কমছে এডিস মশার লার্ভার সংখ্যা। ধরে নিন আপনি কোনও বহুতলের পাঁচ তলায় রয়েছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে পাঁচ তলায় জলের মধ্যে এডিস মশা লার্ভার সংখ্যা একতলার তুলনায় অনেকটাই কম।
তিনি আরও জানান যে, গবেষণা করে দেখা গিয়েছে উচ্চতা যত বাড়ছে, তাল মিলিয়ে জলের মধ্যে কমছে এডিস মশার লার্ভার সংখ্যা। ধরে নিন আপনি কোনও বহুতলের পাঁচ তলায় রয়েছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে পাঁচ তলায় জলের মধ্যে এডিস মশা লার্ভার সংখ্যা একতলার তুলনায় অনেকটাই কম।
advertisement
5/6
কী ভাবছেন, মাত্র ৬ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এডিস মশা? কিংবা চার পাঁচ তলায় থাকলে আপনার কোনও দিন ডেঙ্গি হবে না? এই ভুল করবেন না!
কী ভাবছেন, মাত্র ৬ ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে এডিস মশা? কিংবা চার পাঁচ তলায় থাকলে আপনার কোনও দিন ডেঙ্গি হবে না? এই ভুল করবেন না!
advertisement
6/6
ডক্টর বিকাশ মণ্ডল জানান, "আদতে ডেঙ্গির মশা কতদূর পর্যন্ত উড়তে পারে সেটা নির্দিষ্ট নয়। ডেঙ্গির মশা এডিস অত্যন্ত সহজেই মানিয়ে নিতে পারে। তবে আমরা যখন ডেঙ্গির মশার স্প্রে প্ল্যান করি তখন ৬ ফুট উচ্চতা পর্যন্তই করি। তবে সাধারণ মানুষের সব সময় থাকতে হবে সচেতন।" (রিপোর্টার--নীলাঞ্জন ব্যানার্জী)
ডক্টর বিকাশ মণ্ডল জানান, "আদতে ডেঙ্গির মশা কতদূর পর্যন্ত উড়তে পারে সেটা নির্দিষ্ট নয়। ডেঙ্গির মশা এডিস অত্যন্ত সহজেই মানিয়ে নিতে পারে। তবে আমরা যখন ডেঙ্গির মশার স্প্রে প্ল্যান করি তখন ৬ ফুট উচ্চতা পর্যন্তই করি। তবে সাধারণ মানুষের সব সময় থাকতে হবে সচেতন।" (রিপোর্টার--নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
advertisement
advertisement