Dengue in West Bengal: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে তৎপর নবান্ন, জরুরি বৈঠকে স্বরাষ্ট্র সচিব
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Dengue in West Bengal: বিভিন্ন নালা, নর্দমায় জমা জল বের করার জন্য বিভিন্ন পুরসভার কমিশনারদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের ৩০টিরও বেশি অঞ্চল ডেঙ্গি স্পর্শকাতর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রবিবার সকালে জরুরি বৈঠক হল নবান্নে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে।
“কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে অযথা জল জমে থাকছে। সেগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে আপনারাই চিঠি লিখুন।” জেলাশাসকদের নির্দেশ স্বরাষ্ট্র সচিবের। তাঁর পরামর্শ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এই জেলাগুলোর স্পর্শকাতর অঞ্চলগুলিতে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য সতর্ক হতে হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে এত গরম, এত অস্বস্তি? অসহ্য গরমে কাবু উত্তর, আবহাওয়ার বড় খবর
হাসপাতালগুলিতে রক্তের যাতে সংকট না হয় সেটা নজর রাখা জরুরি। কোনও রকম রেফার চলবে না জানান তিনি। মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের, সুপারদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। বিভিন্ন নালা, নর্দমায় জমা জল বের করার জন্য বিভিন্ন পুরসভার কমিশনারদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
রাজ্যের একাধিক অঞ্চল ডেঙ্গি সংক্রমনের দিক থেকে স্পর্শকাতর অঞ্চল হয়ে উঠছে। এই অঞ্চলগুলির প্রতি বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। রবিবার সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি করলেন স্বরাষ্ট্র সচিব ডেঙ্গি পরিস্থিতি নিয়ে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 1:49 PM IST