সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: গত বছরের থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই ডেঙ্গি পরিস্থিতি সামলাতে প্রয়োজনীয় পদক্ষেপ সেরে ফেলতে চায় নবান্নের শীর্ষ মহল। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু এবার আগেভাগে থেকেই ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে চায় নবান্নের শীর্ষ মহল। আর তার জন্যই রাজ্যের ২২টি দফতরের সচিব, প্রত্যেকটি জেলার জেলাশাসক, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব। তবে বৈঠকে শুধুমাত্র ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়া নয়, আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান অ্যাডিনোভাইরাস সংক্রমণ-সহ সংক্রামক রোগ নিয়েও। মনে করা হচ্ছে, বৃহস্পতিবারের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি করে দেওয়া হতে পারে জেলাগুলিকে। গত বছর রাজ্যের ডেঙ্গি সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছিল।
কিন্তু এ বছরে তাই আগেভাগেই সব প্রস্তুতি সেরে রাখতে চায় নবান্নের শীর্ষ মহল। বৃষ্টির জল যাতে দীর্ঘদিন একই জায়গায় জমে না থাকে তার জন্য বেশ কিছু গাইডলাইন জারি করার জন্য জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যত বৃষ্টির জল জমে না থাকে তার জন্য পুলিশের তরফেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা বলা হতে পারে এই দিনের বৈঠকে।
এদিনের বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এর পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন।মনে করা হচ্ছে এবারের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে নবান্নের তরফে। তবে শুধু অন্তরের সচিব নয় ডেঙ্গি-সহ বিভিন্ন সংক্রামক রোগ এর ক্ষেত্রে হাসপাতাল গুলিতে আর কি কি পরিকাঠামোর প্রয়োজন, তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত দেশের কয়েকটি জায়গায় ইতিমধ্যে ফের করোনা মাথাচাড়া দিতে শুরু করেছে। মনে করা হচ্ছে, এই দিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠবে। সবমিলিয়ে এদিনের বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dengue, DENGUE IN KOLKATA