প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খান আজকাল সংবাদের শিরোনামে। তাঁর অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। তিনি বলিউডের এক সময়ের সুন্দরী অভিনেত্রী রিনা রায়ের প্রাক্তন স্বামীও বটে! আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি রিনা রায়ের সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কিছু কথা জানিয়েছেন। যা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, রিনা এবং মহসিনের বিয়ে হয়েছিল ১৯৮৩ সালে। তবে তাঁদের সংসার জীবন মাত্র ৭ বছর টিকেছিল। ১৯৯০ সালে সংসার ভেঙেছিল এই তারকা দম্পতির। সেই প্রসঙ্গে রিনা রায় মুখ খুললেও তাঁর প্রাক্তন স্বামী রীতিমতো কুলুপ এঁটেছিলেন। তবে এ-বার সেই নীরবতা ভাঙলেন মহসিন খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই পাক প্রাক্তন ক্রিকেট তারকা।
মহসিন জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। এক জন মানুষের সঙ্গে বিয়ে করেছিলেন। আর সেই মানুষটা কে, কোথায় থাকতেন, কী করতেন, সেই নিয়ে তাঁর বিন্দুমাত্র মাথাব্যথা ছিল না। তবে মহসিন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি পাকিস্তানেই থাকবেন। কারণ তিনি এক জন পাকিস্তানি এবং সেটাই তাঁর আসল পরিচয়।
এমনকী মহসিন এ-ও জানিয়েছেন, কেউ হয়তো বিশ্বাস যে, বিয়ে হওয়ার আগে পর্যন্ত তিনি রিনা রায় অভিনীত একটিও ফিল্ম দেখেননি। আসলে মহসিনের দাবি, তিনি তেমন ফিল্ম দেখেন না। তবে শুধুমাত্র অমিতাভ বচ্চনের ফিল্মই দেখতেন। তা-হলে কেন এক জন অভিনেত্রীর প্রেম পড়েছিলেন তিনি? এর জবাবে মহসিন বলেন যে, সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন না। বরং ভাল মনের মানুষদের পছন্দ করেন তিনি।
তবে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আগেই মুখ খুলেছিলেন প্রাক্তন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, বিয়ের পরে তিনি তাঁর প্রাক্তন স্বামীর জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছিলেন না। কারণ মহসিন চেয়েছিলেন রিনাকে নিয়ে লন্ডনে সংসার পাততে। এমনকী স্ত্রী যাতে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেন, সেটাও চেয়েছিলেন পাক খেলোয়াড়। তবে রিনা এর জন্য প্রস্তুত ছিলেন না। ফলে দু’জনের পথ আলাদা হয়ে যায়।