বেহালায় ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ দুই মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে! এলাকায় চাঞ্চল্য
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার সখের বাজার এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল।
কলকাতা: ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার সখের বাজার এলাকায়। জানা গিয়েছে অভিযুক্ত দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল।
ডেলিভারি বয়ের অভিযোগ যে তাঁর উপর বিনা কারণে চড়াও হয় দুই অভিযুক্ত। তারপর কোনও কারণ ছাড়াই মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্তদের শাস্তির দাবিতে ডেলিভারি বয় পুলিশেরও দ্বারস্থ হন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
তবে ওই ডেলিভারি বয়ের দাবি, পুলিশের কাছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও রকম ব্যবস্থা নেয়নি। সেই সঙ্গে ডেলিভারি বয়ের পরিবার ও তার বন্ধুবান্ধবদের বক্তব্য, অভিযুক্ত ব্যক্তিরা কোনও রাজনৈতিক দলের মদতপুষ্ট বলেই কোনও রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালা সখের বাজার এলাকায়। এদিকে ডেলিভারি বয়কে মারধরের ঘটনায় ডেলিভারি বয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন নির্যাতিত ডেলিভারি বয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 11:31 PM IST

