Debjani Mukherjee || Scam: দীর্ঘ ১০ বছর পর 'মুক্তি'! বাড়ি যাচ্ছেন সারদাকাণ্ডের দেবযানী মুখোপাধ্যায়! কী কারণে 'ছুটি'?

Last Updated:

Debjani Mukherjee || Scam: সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন মহামান্য আদালত।

বাড়ির পথে সারদাকাণ্ডের দেবযানী!
বাড়ির পথে সারদাকাণ্ডের দেবযানী!
কলকাতা: সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন মহামান্য আদালত। তবে জামিন পাননি দেবযানী। আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যেতে পারবেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।
সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে। সারদা চিটফান্ডের তদন্তে গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী। তার পর থেকে চলছে তদন্ত। কোথায় দাঁড়িয়ে, সে নিয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। কিন্তু সুদীপ্ত বা দেবযানী কেউই জামিন পাননি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পাচ্ছেন দেবযানী।
advertisement
advertisement
বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকে তার মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।
advertisement
সেইমতো CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। আদালত তরফে তাকে আগামী ৫ জুন প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মতো জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকে তার মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।”
advertisement
এরপর CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। আদালত তরফে দেবযানীকে আগামী ৫ জুন প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মতো জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে। দেবযানীকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যেতে ইতিমধ্যেই কড়া পুলিশি প্রহরার জন্য জেল কর্তৃপক্ষের তরফে লালবাজারে চিঠি দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে লালবাজারে পুলিশি প্রহরার জন্য আবেদন জানানো হয়েছে।
advertisement
আজ থেকে ঠিক ১০ বছর আগে সারদা চিটফাণ্ড কাণ্ডের জেরে গোটা রাজ্যে ধুন্ধুমার পড়ে যায়। ঘটনা সামনে আসতেই কলকাতা ছেড়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। পড়ে তাদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন দেবযানী। সারদা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলবন্দি দেবযানী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Debjani Mukherjee || Scam: দীর্ঘ ১০ বছর পর 'মুক্তি'! বাড়ি যাচ্ছেন সারদাকাণ্ডের দেবযানী মুখোপাধ্যায়! কী কারণে 'ছুটি'?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement