Anubrata Sukanya || Cow Smuggling Case: আকাশ ভেঙে পড়ল 'বাবা-মেয়ের' মাথায়! কোর্টের 'এক' রায়ে 'জোড়া' ধাক্কা অনুব্রত-সুকন্যার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Anubrata Sukanya || Cow Smuggling Case: গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা।
নয়াদিল্লি: একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা। যা আজ খারিজ হয়ে যায়। অপরদিকে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল।
বৃহস্পতিবার এই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
advertisement
advertisement
সুকন্যা মন্ডলের জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে। আইনজীবীরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আদালতের কাছে জামিন আর্জি জানান।
advertisement
সেদিন সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের (BSF) ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে তো গ্রেফতার করা হয়নি। বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে? গত এক বছর ধরে চিকিৎসা চলছে সুকন্যার। তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে জুন মাসে। সেই কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয় আদালতে। যা খারিজ হয়ে যায় বৃহস্পতিবার।
advertisement
অন্যদিকে, এদিন আদালতে ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডলও। দিল্লি হাইকোর্টে তিনি জামিনের আর্জি জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই আর্জির শুনানি হয়নি।
রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত জানিয়েছিলেন তার শরীর ভালো নয়। জেলের বাইরে বেরিয়ে চিকিৎসার প্রয়োজন। সেই শুনানিও পিছিয়ে গিয়েছে গরমের ছুটির কারণে। তাই আপাতত তিহাড়েই ঠাই পিতাপুত্রীর।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 11:17 PM IST