Weight Checking Tips: সকাল, দুপুর, সন্ধে না রাত...? ওজন মাপার 'পারফেক্ট' সময় কখন? কতদিন অন্তর মাপবেন? আগে জানুন! নইলে সব পরিশ্রম জলে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Weight Checking Tips: আপনার সঠিক ওজন জানার জন্য যে কোনও সময় ওজন মেপে নেওয়া মোটেই কাজের কথা নয়। শরীরের সঠিক ওজন জানতে হলে কিছু পদ্ধতি মেনেই ওজন দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ, রোগা হতে চাইলে শুধু ওজন মেপে গেলেই হবে না, ওজন মাপার সঠিক পদ্ধতিও জেনে রাখা জরুরি।
advertisement
advertisement
advertisement
advertisement
আপনার ওজন পরীক্ষা করার উপযুক্ত সময় কখন? দেখা যাচ্ছে, সকালে খালি পেটে ওজন পরীক্ষা করা উচিত। “এটা আপনার অন্ত্র পরিষ্কার করার পরেই করা ভাল। জল, ওষুধ, চা বা কোনও কিছু খাওয়ার আগে ওজন ম্যাপেল আপনি যে ওজন পান সেটাই সঠিক ওজন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলছেন ফুড থেরাপিস্ট, ”ডাঃ রিয়া বন্দ্যোপাধ্যায় আনকোলা।
advertisement
রূপা সোনি, পুষ্টিবিদ এবং 'সোলফিট ক্লাউড কিচেন' এর প্রতিষ্ঠাতা বলেন, "হ্যাঁ, আপনার ওজন পরীক্ষা করার সঠিক সময় হল আপনার পেট পরিষ্কার করার পর সকালে। এই সময় ওজন দেখা আদর্শ বলে ধরা হয়, যাতে আপনার আগের তুলনায় অতিরিক্ত ওজন না থাকে। আপনি লক্ষ্য করবেন যে এই ওজন ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত পরিবর্তিত হয়”।
advertisement
পুষ্টিবিদ রিয়ার ব্যাখ্যা অনুযায়ী, "সাধারণ মানুষ যারা প্রতিদিন ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা ব্যায়াম করেন, তাঁদের জন্য ওজন সাধারণত সন্ধ্যায় একটু বেশি হয় কারণ এতে খাবার এবং জলের ওজন অন্তর্ভুক্ত থাকে। কিন্তু ক্রীড়াবিদ বা যারা শারীরিকভাবে সক্রিয় তাদের সাধারণত সকালের তুলনায় সন্ধ্যায় কম ওজন থাকে। তবে এ কথা অনস্বীকার্য যে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রকৃত ওজন হিসেবে সকালের ওজনকেই ধরা হবে”।
advertisement
advertisement
advertisement
advertisement