'খেলা হবে' স্লোগানের ২ বছর পূর্ণ, ২০২৪-এর আগে 'আবার খেলা হবে'!

Last Updated:

Khela Hobe Slogan: খেলা হবে স্লোগানের ২ বছর পূর্তি। কী বললেন দেবাংশু ভট্টাচার্য! 

#কলকাতা: দু'বছর হয়ে গেল খেলা হবে স্লোগানের। ২০২১ সালের বিধানসভা ভোটের আসরে এই একটা স্লোগান নজর কেড়েছিল গোটা দেশের৷
বাংলার গন্ডি পেরিয়ে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে খেলা হবে স্লোগানকে ব্যবহার করছে। সেই স্লোগানের দ্বিতীয় বছরের কথা জানিয়েছেন দেবাংশু৷
এদিন দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, "আজ খেলা হবে- স্লোগানের দ্বিতীয় বর্ষপূর্তি। কোনো এক বৃহত্তর উদ্দেশ্য সাধনে ০৭/০১/২০২১- এ জন্ম নিয়েছিল সে। আপনাদের আশীর্বাদে আরও বড় হোক এই ম্যাজিক্যাল যুদ্ধ মন্ত্র.."
advertisement
advertisement
আরও পড়ুন- রাজাবাগানে এ কী কাণ্ড! রক্তে ভাসছে যুবকের শরীর, চোখ কপালে উঠল পুলিশের
খেলা হবে প্রচার গানের নয়া সংষ্করণ শোনা গিয়েছে। প্রচার গানে এবার উঠে আসছে জাতীয় রাজনীতির টাচ। গানে উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডারের সাফল্য। কুৎসার প্রসঙ্গে আক্রমণ উঠে আসছে গানে।
২০২১ বিধানসভা ভোটে এই প্রচার গান ছিল অন্যতম আকর্ষণ। ২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসে অবশ্য খেলা হবে থেকে বাদ যায় 'মুকুল-শোভন-সব্যসাচী'। সূত্রের খবর, এবার নয়া গানের লক্ষ্য ২০২৪-এর লোকসভা।
advertisement
দেবাংশুর নতুন খেলা হবে গানে উঠে এসেছে, ‘‘বাইরে থেকে বর্গী এল ৷ চটির হাওয়ায় ভেসে গেল ৷ দিল্লি এবার আসছি, তবে বন্ধু আবার খেলা হবে...৷ লক্ষ্মী মায়ের ভান্ডারেতে মা কাকিমা উঠল মেতে ৷ কুৎসা করে কী আর হবে? আবার তো সেই খেলাই হবে! ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে ৷ দুর্গা এবার দিল্লি যাবে ৷ অসুর তোমার খেলা হবে!’
advertisement
’২০২১-এর বাংলার নির্বাচনে ঝড় তুলেছিল একটাই স্লোগান, ‘‘খেলা হবে’’। রাজ্যের গন্ডি ছাড়িয়ে সেই ‘‘খেলা হবে" স্লোগান আজ দেশের নানা প্রান্তে উচ্চারিত হচ্ছে। বাংলায় যিনি খেলা হবে স্লোগানকে ব্যাপক জনপ্রিয় করে তুলেছিলেন তিনি হলেন দেবাংশু ভট্টাচার্য।
বাংলার বিধানসভা ভোটের ময়দানে দাঁড়িয়ে স্বয়ং  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আসুন, খেলা হয়ে যাক।’’ তাঁর অন্যতম সেনাপতি অনুব্রত মণ্ডলের হুঙ্কার ছিল, ‘‘ভয়ঙ্কর খেলা হবে।’’
advertisement
আরও পড়ুন- কাকে বলে শৈত্যপ্রবাহ, কলকাতার হাড়হিম করা ঠান্ডায় কবে রয়েছে শৈত্যপ্রবাহের আশঙ্কা, জানুন পূর্বাভাস
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা জানিয়েছিলেন, ‘‘আমরাও বলছি খেলা হবে। তোমাদের  খেলা শেষ হয়ে গিয়েছে।’’দেবাংশু জানিয়েছেন, "দেখতে দেখতে দুই বছর! এই স্লোগান আমার কাছে সন্তানের মতো। এই স্লোগান আমার কাছে আবেগ। রাস্তাঘাটে আজও কেউ দেখলে যখন "খেলা হবে" বলে সম্মোধন করেন, ভেতরে ভেতরে বড্ড আনন্দ পাই।’
advertisement
ভারতবর্ষের এযাবৎকালের কোনও স্লোগান এই পর্যায়ে পৌঁছেছে কিনা সন্দেহ আছে,  মনে করেন দেবাংশু। বিধানসভা ভোটের আগে 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই স্লোগানটি জনপ্রিয় হয়েছিল গোটা বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতাদের সভা হোক বা তৃণমূলের কর্মসূচি সবেতেই জুড়ে ছিল, ‘খেলা হবে’।
প্রশাসনিক মহলেও " খেলা হবে" এখন পরিচিত। খেলা হবে দিবস পালন করছে রাজ্য সরকার।মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘খেলা ছাড়া জীবন চলে না। খেলার মধ্যে দিয়ে ঐতিহ্য, সংস্কৃতি ও সুস্বাস্থ্য গড়ে ওঠে। জাপানেও অলিম্পিক চলছে। খেলা হবে স্লোগানটা চিরস্থায়ী করা দরকার। বিভিন্ন খেলা ও কর্মসূচির মাধ্যমে খেলা হবে স্লোগানকে কার্যকরী করতে হবে। স্লোগানটা এতটাই জনপ্রিয়, যখন নির্বাচনের সময় গ্রামে গঞ্জে যেতাম, আমি নামতে না নামতেই চিৎকার শুরু হয়ে যেত- খেলা হবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'খেলা হবে' স্লোগানের ২ বছর পূর্ণ, ২০২৪-এর আগে 'আবার খেলা হবে'!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement