Debangshu Bhattacharya: 'সমস্যা ডিটেক্ট করা গেছে', হঠাৎ অসুস্থ তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য! ভর্তি হাসপাতালে, কী সমস্যা জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Debangshu Bhattacharya: সূত্রের খবর, গত শুক্রবার, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দেবাংশু ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
কলকাতা: আর কয়েক মাস, তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি পর্ব। শাসকদল থেকে শুরু করে বিরোধী দলের একাংশ এখন থেকেই শুরু করে দিয়েছে নানা পরিকল্পনা। এই পরিস্থিতিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
advertisement
সূত্রের খবর, গত শুক্রবার, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দেবাংশু ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এইমুহুর্তে তিনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে। হাসপাতাল থেকেই ভিডিও বার্তার মাধ্যমে খোদ দেবাংশু জানান, “এই মুহূর্তে কোনও শারীরিক সমস্যা নেই। তবে দু-চারটে টেস্ট হয়েছে, সেখানে কিছু অসুবিধা দেখা দিয়েছে, তবে চিকিৎসকরা দ্রুত সেই সমস্যা দূর করে দেবেন, আপনারা চিন্তা করবেন না। আমি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে শীঘ্রই সুস্থ হয়ে উঠব। এবং আমাদের যুদ্ধে আবার মনোযোগ দেব।”
advertisement
নিজের ফেসবুক পেজে সেই ভিডিও দেওয়ার পাশাপাশি দেবাংশু লেখেন, ”কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সমস্যা ডিটেক্ট করা গেছে। চিকিৎসা চলছে। যারা খোঁজ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ… খুব তাড়াতাড়ি দেখা হবে।” সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেবাংশু ভট্টাচার্যের পেজ থেকে পোস্ট হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 12:06 PM IST