#কলকাতা: গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case) সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিনেতা এবং সাংসদ দেব (Deb)৷ সিবিআই (CBI) নোটিসে সকাল এগারোটায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে৷ সেই মতো সকাল পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন তারকা সাংসদ৷
যদিও সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই জবাব দেননি দেব৷ সরাসরি ১৪ তলায় সিবিআই দফতরে চলে যান ঘাটালের সাংসদ৷
আরও পডুন: কোটি টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন, এলগিন রোডের গেস্ট হাউসে মিলল স্বর্ণ ব্যবসায়ীর দেহ
গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর৷ গত ৯ তারিখ দেবকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
আরও পডুন: তৃণমূলে চলছে উচ্ছ্বাস, কিন্তু ফের দুশ্চিন্তায় পড়লেন অনুব্রত মণ্ডল! কারণ কী জানেন?
সিবিআই সূত্রে খবর, এনামুলের থেকে দামি ঘড়ি সহ বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছিলেন দেব৷ সেই সূত্রেই অভিনেতা সাংসদকে জেরা করতে চায় সিবিআই৷ বিশেষ কোনও সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই এনামুল দেবকে মহার্ঘ্য উপহার দিত কি না, অভিনেতা সাংসদকে জেরা করে তাই জানতে চান সিবিআই আধিকারিকরা৷ প্রথম তলবেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন বাংলা সিনেমার সুপারস্টার৷
ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই৷ যদিও অসুস্থতার কথা জানিয়ে তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আগামী ২৫ ফেব্রুয়ারি ফের তাঁকে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ এ ছাড়াও এনামুলকে জেরার সূত্রে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।