Deb: গরু পাচার কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি দেব, নিজাম প্যালেসে হাজিরা তারকা সাংসদের

Last Updated:

গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের (Deb) নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর৷

নিজাম প্যালেসে দেব৷
নিজাম প্যালেসে দেব৷
#কলকাতা: গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case) সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিনেতা এবং সাংসদ দেব (Deb)৷ সিবিআই (CBI) নোটিসে সকাল এগারোটায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে৷ সেই মতো সকাল পৌনে এগারোটা নাগাদ নিজাম প্যালেসে হাজির হন তারকা সাংসদ৷
যদিও সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই জবাব দেননি দেব৷ সরাসরি ১৪ তলায় সিবিআই দফতরে চলে যান ঘাটালের সাংসদ৷
advertisement
গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর৷ গত ৯ তারিখ দেবকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
সিবিআই সূত্রে খবর, এনামুলের থেকে দামি ঘড়ি সহ বেশ কিছু মূল্যবান উপহার পেয়েছিলেন দেব৷ সেই সূত্রেই অভিনেতা সাংসদকে জেরা করতে চায় সিবিআই৷ বিশেষ কোনও সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই এনামুল দেবকে মহার্ঘ্য উপহার দিত কি না, অভিনেতা সাংসদকে জেরা করে তাই জানতে চান সিবিআই আধিকারিকরা৷ প্রথম তলবেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন বাংলা সিনেমার সুপারস্টার৷
advertisement
ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই৷ যদিও অসুস্থতার কথা জানিয়ে তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ আগামী ২৫ ফেব্রুয়ারি ফের তাঁকে সিবিআই দফতরে তলব করা হয়েছে৷ এ ছাড়াও এনামুলকে জেরার সূত্রে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Deb: গরু পাচার কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি দেব, নিজাম প্যালেসে হাজিরা তারকা সাংসদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement