Mysterious Death || গেস্ট হাউসে সেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজারের রহস্য মৃত্যু, বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ 

Last Updated:

Mysterious Death || গত এক বছর ধরে তিনি ডোভার লেনে এই গেস্ট হাউসে থাকছিলেন। 

#কলকাতা: গড়িয়াহাটে গেস্ট হাউসে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এর  রহস্য মৃত্যু!  গড়িয়াহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম  পৃথ্বীশকুমার গায়েন।
গেস্ট হাউসের তরফে জানা গিয়েছে,  সকাল সাতটা - সাড়ে সাতটা নাগাদ  প্রাতরাশ করতেন তিনি। কিন্তু সোমবার করেননি। তখন গেস্ট হাউসের কর্মী পাশের একটি বাথরুমের জানালা দিয়ে ঢুকে দেখেন পৃথ্বীশের নগ্ন দেহ পরে রয়েছে বিছানার উপর। ভিতর দিয়ে ঢুকে দরজা খোলেন হোটেল কর্মীরা। খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়।
আরও পড়ুন: রাতে এল ফোন, সকালেই দিল্লি পৌঁছানোর নির্দেশ! সুকান্তকে নিয়ে বিজেপিতে শোরগোল
পুলিশ সূত্রে খবর, গত এক বছর ধরে এই গেস্ট হাউসে ছিলেন। ২০১৯-২০ সাল পর্যন্ত তিনি নরেন্দ্রপুরে একটি রিহ্যাবে ছিলেন তিনি। তাঁর স্ত্রী পুলিশকে জানান, বিয়ের আগে থেকেই তিনি মদ্যপান করতেন। সেই জন্য রিহাবে পাঠানো হয়েছিল তাঁকে। এক বছর পর সুস্থ হয়ে ফিরে আসেন। ২০২১-এ ফেরেন কসবা রাজডাঙার বাড়িতে৷  কিন্তু এরপর আবারও মদ্যপান করতে শুরু করেন। ছেলে অর্পণ গায়েন সঙ্গে ঝামেলা শুরু হয়। এরপর থেকে গেস্ট হাউসে গত এক বছর ধরে ছিলেন।
advertisement
advertisement
ঘর থেকে উদ্ধার মদের বোতল। কীভাবে মৃত্যু তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে? খতিয়ে দেখছে গাড়িয়াহাট থানার পুলিশ।
Arpita Hazra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mysterious Death || গেস্ট হাউসে সেলের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজারের রহস্য মৃত্যু, বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement